তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

ফেসবুকে যে ভাবে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন

ফেসবুকে যে ভাবে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন।সম্প্রতি ফেসবুকে ব্যবহারকারীর সংখ্যা কমেছে অনেকটা। বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে এই জনপ্রিয় সাইটটির ব্যবহারকারী। তবে বেশ কিছু কারণে পিছিয়ে পড়েছে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি।বারবার ফেসবুক ক্রটি ও অন্য অ্যাপগুলোর নতুনত্বের কারণে ব্যবহারকারী হারিয়েছে ফেসবুক। ২০২১ সালের শেষ তিনমাসে প্রায় ১০ লাখ দৈনিক ব্যবহারকারী কমেছে ফেসবুকের।

যা ফেসবুকের ১৮ বছরের ক্যারিয়ারে প্রথম ঘটলো এমন ঘটনা।ফেসবুকে এই ফিচারে থাকছে ক্রিয়েটিভ টুলস যা দিয়ে রিমিক্স ভিডিও করা যাবে এবং পূর্বেকার স্টোরি থেকেও রিল ভিডিও বানানো যাবে।এই ফিচারটি গত বছরের সেপ্টেম্বরে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়। সেসময় মাত্র ৩০ সেকেন্ড রিল তৈরি করার সুযোগ দিয়েছিল মেটা। এরপর সেই সময় বাড়িয়ে করা হয় ১ মিনিট। এই শর্টস রিল থেকে নির্মাতাদের আয় করারও সুযোগ দেবে ফেসবুক।

এরই মধ্যে ১৫০টিরও বেশি দেশে ফেসবুকে শর্ট ভিডিও ফিচার ‘রিলস’ চালু করছে মেটা। দ্রুততম সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে ফিচারটি, এমনটাই জানিয়েছে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।রিলস ফেসবুকের সবচেয়ে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা কনটেন্ট ফরমেট। যা তারা সারাবিশ্বে ফেসবুক ব্যবহারকারীদের কাছে তুলে ধরেছে। এমনকি ব্যবহারকারীরা যেন লাইভ অথবা দীর্ঘ বা পূর্বে ধারণকৃত ভিডিও আপলোড করতে পারেন সেজন্য ‘ভিডিও ক্লিপিং টুলস’ তৈরিতে সময় দিচ্ছে মেটা।

এ কারণেই বেশ নড়েচড়ে বসেছে ফেসবুক। নতুন ফিচার যুক্ত করেছে সম্প্রতি। এবার টিকটকের মতো শর্ট ভিডিও তৈরির সুযোগ দেবে ফেসবুক। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক।প্রতিযোগিতার বাজারে টিকটকের ধারে কাছেও ঘেঁষতে পারেনি কেউ। ইউটিউব, ইনস্টাগ্রাম টিকটকের আদলে বেশ কিছু ফিচার যুক্ত করেছে। তাতে ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে সাইটগুলোতে কয়েকগুণ। এবার সেই পথেই হাঁটলো ফেসবুক।

How to create short videos on Facebook. Recently, the number of users on Facebook has decreased a lot. Facebook is one of the most popular social media platforms in the world. There are users of this popular site in almost all countries of the world. However, the platform owned by Meta has lagged behind for a number of reasons. Facebook has repeatedly lost users due to the novelty of Facebook And other apps. In the last three months of 2021, Facebook’s daily users decreased by about one million.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group