তথ্যপ্রযুক্তি

হাইবারনেট মোড চালু করবেন যেভাবে কম্পিউটারে

হাইবারনেট মোড চালুর জন্য কমান্ড প্রম্পটকে অ্যাডমিনিস্ট্রেটর মুডে খুলতে হবে। এ জন্য প্রথমে উইন্ডোজ সার্চে গিয়ে cmd লিখতে হবে। এবার যে ফলাফল দেখা যাবে, তার ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Run as administrator অপশন নির্বাচন করতে হবে। এরপর ইউজার কন্ট্রোল স্ক্রিন এলে সেখানে ইয়েস চাপলেই কমান্ড প্রম্পট খুলে যাবে। এবার powercfg/hibernate on লিখে এন্টার চাপলেই হাইবারনেট মোড চালু হয়ে যাবে।

এবার স্টার্ট মেনুতে থাকা কম্পিউটারের পাওয়ার বন্ধের আইকনেই পাওয়া যাবে Hibernate অপশন। চাইলে অন্যভাবেও হাইবারনেট মোড চালু করা যায়। একসঙ্গে Windows কি ও X কি চাপলেই উইন্ডোজ এক্স মেনু দেখা যাবে। এবার U কি চেপে পাওয়ার মেনু চালু করতে হবে। এরপর কি–বোর্ডের H কি চাপলেই কম্পিউটার হাইবারনেট মোডে বন্ধ হয়ে যাবে। ফলে চালুর পর কম্পিউটারে করা সবশেষ কাজগুলো আগের অবস্থানে পাওয়া যাবে।

ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপে কাজের সময় দীর্ঘ বিরতি নেওয়ার প্রয়োজন হলে অনেকই স্লিপ মোড ব্যবহার করেন। এতে ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ চালু থাকায় বেশ বিদ্যুৎ বা চার্জ খরচ হয়। আবার পুরোপুরি বন্ধ করলে চালু হতে অনেক সময় লাগে। শুধু তা–ই নয়, যে কাজটি আপনি সবশেষে করছিলেন, তা চালু থাকে না। সমস্যার সমাধান দেবে হাইবারনেট মোড। এটি মূলত একটি পাওয়ার ব্যবস্থাপনা মোড, যা কম্পিউটার বা ল্যাপটপ বন্ধের সময় সবশেষ কাজের তথ্য (চালু থাকা অ্যাপ্লিকেশন, ফাইল, ফোল্ডার) সি ড্রাইভের hiberfil.sys ফাইলে জমা রাখে। ফলে আবার যখন কম্পিউটার বা ল্যাপটপে চালু করা হয়, তখন সবশেষ চালু থাকা অ্যাপ্লিকেশনগুলো স্বয়ংক্রিয়ভাবে পর্দায় দেখা যায়।

To start to hibernate mode, you need to open the command prompt in administrator mode. To do this, first, go to Windows Search and type cmd. Now you have to select the Run as administrator option by right-clicking on the result that will be seen. Then when the user control screen appears, the command prompt will open as soon as you press yes. Now powercfg

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group