পরীক্ষাপরীক্ষার ফরম পূরণ

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু এপ্রিলে

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু এপ্রিলে। চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী এপ্রিল মাসে শুরু হচ্ছে। ১৩ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ নিধারণ করেছে শিক্ষা বোর্ডগুলো। চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের আগে টেস্ট পরীক্ষায় বসতে হচ্ছে না। তবে ফরম পূরণের পর প্রস্তুতিমূলক নেয়া হবে শিক্ষার্থীদের। আগামী ১৯ মে থেকে স্কুলে-স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হওয়ার কথা আছে। আর ১৯ জুন থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরুর কথা আছে। ইতোমধ্যে শিক্ষা বোর্ডগুলো এসএসসি পরীক্ষার বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে ঢাকা বোর্ড। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২০২২ সালের এ পরীক্ষার মোট ২৫টি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম পত্র, ইংরেজি ২য় পত্র, গণিত, রসায়ন, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল ও পরিবেশ, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, ক্যারিয়ার শিক্ষা, শরীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, আরবি, সংস্কৃত, পালি ও সংগীত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। তবে, আইসিটি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্টান ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়নি।

এসএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হবে সেগুলো হলো, বাংলা ১ম ও ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগভেদে এসব বিষয় বিভাজন হয়।এসএসসি পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা। শুধু ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ৫০ নম্বরে। বাকি ব্যবহারিক সম্বলিত বিষয়গুলোতে ৪৫ নম্বর ও ব্যবহারিক ছাড়া বিষয়গুলেতে ৫৫ নম্বরে পরীক্ষা হবে।

২০২২ সালের এসএসসির পরীক্ষায় চারটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ে মূল্যায়নের ঘোষণা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের তিনটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে। এসএসসিতে যে বিষয়গুলোতে সাবজেক্ট ম্যাপিং হবে তা হলো, ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান। বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান বিভাগভেদে বিভাজন হয়।

SSC exam forms start filling in April. Form filling for this year’s SSC candidates will start next April. The Board of Education has fixed the probable date of commencement of filling up of SSC examination forms from April 13. This year’s SSC candidates do not have to sit for the test before filling out the form. However, after filling out the form, the students will be taken preparatory. The preparatory examination of SSC candidates is scheduled to start from May 19 in schools. The SSC examination of 2022 is scheduled to start on June 19. The education boards have already issued notices detailing the SSC exams.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group