জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ পরীক্ষার ফরম পূরণ নোটিশ 2023 প্রকাশিত হয়েছে। National University BBA Exam Online Form Fill up notice 2023 Has Been Published On Daily Result BD com Website. NU BBA 1st year 2nd-semester form fill up circular 2023 now available my daily result bd websites.
২০২১ সালের বিবিএ ( প্রফেশনাল ) দ্বিতীয় বর্ষ ৪র্থ সেমিস্টার এবং তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার ( পুরাতন সিলেবাস অনুযায়ী ২০১৩-২০১৪ এবং ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ) শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের বিশেষ বিজ্ঞপ্তি।
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২১ সালের বিবিএ (প্রফেশনাল) প্রথম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষার অনলাইনে ফরম পূরণ শুরু হবে আগামী ০৭ আগষ্ট থেকে। ফরম পূরণ চলবে ২৫ আগষ্ট পর্যন্ত। ০৩ আগষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
২০২১ সালের বিবিএ ( প্রফেশনাল ) দ্বিতীয় বর্ষ ৪র্থ সেমিস্টার এবং তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার ( পুরাতন সিলেবাস অনুযায়ী ২০১৩-২০১৪ এবং ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ) শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের বিশেষ বিজ্ঞপ্তি।
২০২২ সালের বিবিএ (প্রফেশনাল) প্রথম বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের BBA (প্রফেশনাল) পরীক্ষার ফরম পূরণ নোটিশ 2023
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিবিএ পাঠদানকারী কলেজ/প্রতিষ্ঠান সমূহের অধ্যক্ষ/পরিচালক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২০ সালের বিবিএ (প্রফেশনাল) প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার আবেদন ফরম পূরণ (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী Online এ সম্পন্ন করা হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিবরণী ফরম ও ফি জমা দানের তারিখ, নিয়মাবলী ও শর্তাবলী নিম্নে দেওয়া হলঃ-
পরীক্ষার্থীর ডাটা এন্ট্রি, নিশ্চয়ন, বিবরণী ফরম পূরণ ও জমাদানের তারিখ-
ক) পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণের আবেদন তারিখ- ১৭/০৮/২০২১ হতে ৩১/০৮/২০২১ পর্যন্ত।
খ) পরীক্ষার্থী কর্তৃক আবেদনকৃত ফরম কলেজে জমাদানের শেষ তারিখ- ৩১/০৮/২০২১
গ) পরীক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ (কলেজ কর্তৃক)- ০৪/০৯/২০২১ পর্যন্ত ডাটা নিশ্চায়ন করা যাবে।
ঘ) সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ (কলেজ কর্তৃক)- ০৫/০৯/২০২১ হতে ০৬/০৯/২০২১ পর্যন্ত।
ঙ) pay slip, ফি বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ- ০৭/০৯/২০২১
পরীক্ষার ফি (প্রতি শিক্ষার্থী)
ক) পরীক্ষার ফি জনপ্রতি ২০০০
খ) মানোন্নয়ন প্রতি পত্র ৩০০
গ) অধিভুক্তি ফি (মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য) ৪০০
ঘ) বিশেষ অধিভুক্তি ফি (২০১৪-২০১৫, ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭ বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য) ৫০০০
ঙ) কেন্দ্র ফি (বিশ্ববিদ্যালয়ে জমা হবে না) ৫০০
বিশেষ দ্রষ্টব্য: নির্ধারিত সময়ের মধ্যে সকল শিক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে এবং এরপরে কোন আবেদন গৃহীত হবে না বা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবেনা।
এনইউ এর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীরা ১১ ডিসেম্বর প্রিন্টকৃত ফরম কলেজে জমা দিতে পারবে। ১৪ ডিসেম্বর পর্যন্ত ডাটা নিশ্চয়ন করতে পারবে শিক্ষার্থীরা। ১৭ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেয়া যাবে। ১৯ ডিসেম্বরের মধ্যে পে স্লিপ, ফি বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।
ফরম পূরণ বিজ্ঞপ্তিটি daily Result BD’র পাঠকদের জন্য উপরে দেয়া হল।