পরীক্ষাশিক্ষা খবর

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তথ্য অনলাইনে সংশোধন করার বিজ্ঞপ্তি

২০২০-২১ সালে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ও বর্তমানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল কার্যক্রমের মেয়াদ ১৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে ঢাকা বোর্ড। ৩১ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য অনলাইনে সংশোধন করা যাবে। এসময়ের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিসি ও বোর্ড টিসি কার্যক্রমও চালানো যাবে। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে কলেজগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

বোর্ড বলছে, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের প্রেক্ষিতে ২০২০-২১ সালে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ, ভার্সন, ছবি পরিবর্তন, ভর্তি বাতিল এবং দ্বাদশ শ্রেণির অনলাইন টিসি ও বোর্ড টিসি কার্যক্রমের মেয়াদ আগামী ১৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। বোর্ড আরও বলছে, এরপর কোনোক্রমেই সময় বাড়ানো হবে না।

The Dhaka Board has extended the period of a subject, group, shift, version, picture change, admission cancellation activities of students admitted in class XI and present class XII in 2020-21 from January 18 to January 31. Students’ information can be revised online till January 31. During this time, TC and board TC activities of 12th class students can also be run. A letter in this regard was sent to the colleges from Dhaka Education Board on Thursday.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group