পরীক্ষাশিক্ষা খবর

মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে ২০২৩ সালে

মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে ২০২৩ সালে।বাংলাদেশ কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের ২০২৩ সালের দাখিল- এসএসসি ও আলিম- এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে।রোববার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য মো. মশিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।২০২২ সালের দাখিল পরীক্ষা আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এর আগে ১৩ এপ্রিল থেকে ফরম পূরণ শুরু হবে। এবার পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট) হবে না। তার বিকল্প হিসেবে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে।

২০২২ সালে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ফলে পরীক্ষার্থীরা মাত্র ৩৫ দিন ক্লাস করতে পেরেছে। এ জন্য এ বছরের পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ সালের এইচএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্যও প্রযোজ্য হতে পারে।দাখিল ২০২২ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে পরীক্ষা হবে। দাখিলে যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা আছে, সেসব বিষয়ে ৪৫ নম্বরে এবং যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের পরীক্ষা হবে। তবে, ইংরেজি প্রথম পত্রে ৫০ ও দ্বিতীয়পত্রে ৫০ নম্বরে পরীক্ষা হবে।

আগামী ২০২৩ সালের পরীক্ষার্থীদের ১৫০ কর্মদিবসের সিলেবাস পুনর্বিন্যাসে কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ডের সভাকক্ষে এক সভা ডাকা হয়। সভায় কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের অতিরিক্ত সচিব মো. মহসীনের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।এনসিটিবি’র সদস্য মো. মশিউজ্জামান জানান, ২০২১ সালের ১ জানুয়ারি ২০২৩ সালের এসএসসি’র নবম শ্রেণি এবং ১ জুলাই এইচএসসি পরীক্ষার্থীদের একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। পরে গেল বছরের ১২ সেপ্টেম্বর থেকে সপ্তাহে দুই দিন করে সশরীরে ক্লাস হচ্ছে।

The examination will be held in 2023 in the short syllabus of the madrasa and the technical education board. Bangladesh Technical and Madrasah Education Board’s 2023 admission – SSC and Alim – HSC examination will also be conducted in a short syllabus. Member of the National Curriculum and Textbook Board (NCTB) on Sunday. Mashiuzzaman confirmed this information. Earlier, the decision was taken at a meeting of the technical and madrasa education board concerned. Bangladesh Madrasah Education Board has said that the 2022 examination will start on June 19. The form filling will start from April 13. This time, there will be no selection test (test) for the candidates. There will be a preparatory test as an alternative.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group