শিক্ষা খবরশিক্ষা নিউজ

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত ১৭তম শিক্ষক নিবন্ধন নিয়ে

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত ১৭তম শিক্ষক নিবন্ধন নিয়ে।১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসন্ন। চলতি বছরের জুনেই পরীক্ষা আয়োজন করতে চায় এনটিআরসিএ। তবে পরীক্ষার আগেই নিবন্ধন পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।নিবন্ধন পরীক্ষায় সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) এবং গ্রন্থাগার প্রভাষক পদ দুটি অন্তর্ভুক্ত করতে চায় মন্ত্রণালয়। এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে ১৭ তম নিবন্ধন পরীক্ষার জন্য এনটিআরসিএকে দুই বিষয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এন.টি.আর.সি.এ.) কর্তৃক অনুষ্ঠিতব্য সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০ এ সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) এবং গ্রন্থাগার প্রভাষক পদ দুটি অন্তর্ভুক্তির লক্ষ্যে শুধুমাত্র উল্লিখিত ০২টি (দুই) পদের জন্য সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আলাদাভাবে আবেদন গ্রহণ করার বিষয়ে মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।জানতে চাইলে উপসচিব আনোয়ারুল হক চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জার্নালকে বলেন, আগে এই দুটি পদ ছিলো না। পরে ২০২১ জনবল কাঠামোতে এটি অন্তভুক্ত করা হয়েছে। তাই জনবল কাঠামো অনুসারে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

The new decision of the Ministry of Education is on the 17th teacher registration. The 17th teacher registration exam is approaching. The NTRCA wants to conduct the exam in June this year. However, the Ministry of Education has taken a new decision regarding the registration test before the exam. The ministry wants to include two posts of assistant teacher (library and information science) and library lecturer in the registration test. The Ministry of Education has written to the Private Teachers Registration and Certification Authority (NTRCA) in this regard. As a result, the NTRCA will have to publish the notification for two subjects for the 17th registration test.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group