ক্যাম্পাসশিক্ষা খবর

রাবিতে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষায় বসতে পারবে শিক্ষক-শিক্ষার্থীরা

মাস্ক পরিধান ছাড়া ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। একইসঙ্গে শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করে চলাচল করতে হবে।বুধবার (১২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের করোনা সংক্রমণ রোগ ও পরামর্শক কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশজুড়ে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের আগমন সীমিত করাসহ অপ্রয়োজনে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ গল্প-আড্ডা ও ঘোরাফেরার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের করোনার সংক্রমণ রোধ ও পরামর্শক কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান উল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে সরকারের দেওয়া বিধিনিষেধ বাস্তবায়ন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে করোনা প্রতিরোধের জন্য আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি।

‘‘সিদ্ধান্তগুলো আগামীকাল প্রতিটি বিভাগ, অনুষদ ও ইনস্টিটিউটে চিঠি দিয়ে জানানো হবে। আমরা আশঙ্কা করছি, ক্যাম্পাসের অনেক শিক্ষক-শিক্ষার্থী ইতিমধ্যে ওমিক্রনে আক্রান্ত হয়েছে।’’

অধ্যাপক সুলতান বলেন, কোনো শিক্ষক-শিক্ষার্থী যদি তার মধ্যে করোনার কোনো ধরনের লক্ষণ দেখতে পান, সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে তা জানাতে হবে। মেডিকেল সেন্টার থেকে লোক এসে সেই শিক্ষক-শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করবে। বিশ্ববিদ্যালয় সেন্টারে তার আইসোলেশন ও চিকিৎসার ব্যবস্থা করা হবে।

Teachers and students of Rajshahi University will not be able to participate in class-examination without wearing mask. At the same time, one has to follow 100% hygiene rules on the university campus. These decisions were taken at a meeting of the Corona Infectious Diseases and Advisory Committee of the university on Wednesday (January 12) afternoon.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group