জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষার রুটিন

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষার সময় সূচিতে সংশোধন

ডিগ্রি ১ম বর্ষের স্থগিত পরীক্ষার সময় সূচিতে সংশোধন । জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে। দুপুর দেড়টায় শুরু হবে এই পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর একদিন আগে ফের পরীক্ষার সময় সূচিতে সংশোধন আনা হয়েছে।

গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষা সোমবার (৭ ফেব্রুয়ারি) শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও এটি শেষ হবে ১৯ ফেব্রুয়ারি।

এছাড়া ১০ ফেব্রুয়ারি গণিত, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, উচ্চাঙ্গ সংগীত (ব্যবহারিক) ২য় পত্র পরীক্ষা হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী এদিন গণিত ও উচ্চাঙ্গ সংগীত (ব্যবহারিক) ২য় পত্র পরীক্ষা হবে।

অন্য তারিখগুলোতে পরীক্ষার বিষয় ঠিক থাকলেও উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে ১৪ ফেব্রুয়ারি গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান এবং ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ ১ম পত্র এবং ১৯ ফেব্রুয়ারি গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান এবং ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ ২য় পত্র পরীক্ষা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ জানুয়ারি পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারির মধ্যে স্থগিত পরীক্ষাগুলো শেষ হবে।

আবেদন ফি:

আবেদন ফি চার হাজার টাকা। পূবালী ব্যাংকের শাহবাগ শাখা অথবা পূবালী ব্যাংকের যেকোন অনলাইন শাখায় আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফি জমা দেয়া যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group