জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তির ফর্ম কনফার্ম এসএমএস নিয়ে কিছু কথা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তির ফর্ম কনফার্ম এসএমএস নিয়ে কিছু কথা যাদের এখনো কনফার্ম এসএমএস আসে নাই তারা এটা ভালো করে পড়বা, আর যাদের আসছে তারাও পড়বা আশা করি উপকার হবে। এখনো অনেকের কলেজ থেকে কনফার্ম এসএমএস আসে নাই তাই বলে চিন্তার কিছু নাই, আশা করি ২-১ দিনের মধ্যে চলে আসবে আর যদি নির্দিষ্ট তারিখের মধ্যেও না আসে তা হলে তোমরা অনলাইনে দেখবা তোমার ফর্ম কলেজ কনফার্ম করছে কি না, অনেক সময় দেখা যায় এমএমএস আসে না সমস্যা থাকার কারণে কিন্তু কলেজ থেকে কনফার্ম করা হয়ে যায়। তাই তোমাদের কনফার্ম এসএমএস না আসলে আগে অনলাইন থেকে দেখে নিবা তারপরও যদি দেখো যে কলেজ থেকে তোমার ফর্ম কনফার্ম করে নাই তা হলে সাথে সাথে কলেজে যোগাযোগ করবা।

কারণ কলেজ থেকে এনইউ ভর্তি ফর্ম কনফার্ম না করলে তোমার রেজাল্ট আসবে না। আর যাদের এসএমএস আসছে তারা অনেকে জিজ্ঞাস করতেছে যে কলেজ থেকে এখন যে এসএমএস আসছে এটা কি চান্স পাওয়ার এসএমএস নাকি, আসলে এখন যে এসএমএস টা আসতেছে এটা হলো তোমাদের ফর্ম কলেজ কনফার্ম করেছে তাই এসএমএস আসছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তির ফর্ম কনফার্ম এসএমএস নিয়ে কিছু কথা

এছাড়া অনলাইনে রোল এবং পিন নম্বর দিয়ে লগইন করে অনার্স প্রথম বর্ষ ভর্তি আবেদন কর্নফাম হয়েছে কিনা দেখা যাবে -লিংক http://app.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Honours আর তোমাদের ২০-২৫ তারিখের মধ্যে হয়তো অনার্স ভর্তি রেজাল্ট দিবে তখন তোমরা অনলাইন বা এসএমএস করে রেজাল্ট নিতে হবে, তখন যদি বিষয় পাও তা হলে তোমরা কলেজে ভর্তির চান্স পাবা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group