শিক্ষা খবর

বার কাউন্সিল ফরম পূরণের নোটিশ সম্পর্কে বিস্তারিত জেনে নিন?

বার কাউন্সিল ফরম পূরণের নোটিশ সম্পর্কে বিস্তারিত জেনে নিন? Bangladesh Bar Council Application for enrolment as Advocate, 2022 Form Fill up ১। ফরম পূরণ কবে শুরু ও শেষ হবে?
– ২৭.০৩.২০২০ দুপুর ১২ টা থেকে ২৭.০৪.২০২২ রাত ১১:৪৯।
২। কারা ফরমপূরণ করতে পারবে?
– ২৭.০৪.২০২২ পর্যন্ত যাদের ইন্টিমেশনের বয়স ৬ মাস পূর্ণ হয়েছে।
৩। ফরম পূরণের জন্য কত টাকা লাগবে?
– রেগুলার অর্থ্যাৎ নতুন পরীক্ষার্থীর ৪০২০ টাকা, রিএপেয়ার ১৬৩০ টাকা।

৪। রেগুলার ক্যান্ডিডেট কে?
– ২৭-০৪-২০২২ পর্যন্ত তারিখের মধ্যে যারা রেজিঃ কার্ড পেয়েছেন অর্থ্যাৎ ৬ মাস পিপিলেজ সম্পন্ন করেছেন তারা রেগুলার ক্যান্ডিডেট। এছাড়াও যারা ইতিপূর্বে রেজিঃ কার্ড পেয়েছিলেন, আজ পর্যন্ত কোনো এমসিকিউ তে অংশ নেন নি এবং ২৭-০৪-২২ পর্যন্ত রেজিঃ কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তারা রেগুলার ক্যান্ডিডেট হিসেবে ফরম পূরণ করবেন। তাদের জন্য ৪০২০ টাকা ফরম পূরণের জন্য লাগবে।
৫। রিএপেয়ার ক্যান্ডিডেট।
– যারা ইতিপূর্বে পরীক্ষার অংশ নিয়েছেন এবং অকৃতকার্য হয়েছেন তারা রিএপেয়ার ক্যান্ডিডেট হিসেবে গণ্য হবেন।
৬। যারা ২ বার রিটেনে ফেল করেছেন তাদের আবার নতুন করে এমসিকিউ পরীক্ষা দিতে হবে । যিনি ৩ বার ভাইভাতে ফেল করেছেন তাকেও নতুন করে এমসিকিউ দিতে হবে।

ডিজিটাল হচ্ছে বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দেয়ার পদ্ধতি

ডিজিটাল হচ্ছে বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দেয়ার পদ্ধতি

বার কাউন্সিল ফরম পূরণের নোটিশ সম্পর্কে বিস্তারিত জেনে নিন?বার কাউন্সিল ফরম পূরণের নোটিশ সম্পর্কে বিস্তারিত জেনে নিন?
৭। কেস লিস্ট সহ অন্যান্য কাগজপত্র কবে জমা দিতে হবে?
– হার্ড কপি লিখিত পরীক্ষার ফলাফলের পর যারা উত্তীর্ণ হবে শুধু বার কাউন্সিলে জমা দিতে হবে।
৮। তাহলে এখন কি লাগবে?
– এখন আপাতত সব তথ্য http://bar.teletalk.com.bd/ এখানে ইনপুট করতে হবে।

৯। ফরম পূরণের টাকা কিভাবে প্রদান করতে হবে?
– টেলিটক অপারেটরের মাধ্যমে প্রদান করতে হবে।

ম্যাসেজ অপশনে যেয়ে টাইপ করতে হবে BAR <Space> User ID এবার পাঠাতে হবে 16222 নম্বরে
এবার ফিরতি এসএমএস পাবার পর
টাইপ করুন BAR <Space> YES <Space> Pin লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন।

১০। টাকা প্রদানের পর কি করবো?
– টাকা পে করার পর ম্যাসেজ দুটি যত্নে রাখবেন। পরবর্তীতে এডমিট প্রকাশ করলে ওয়েবসাইট থেকে এডমিট নামিয়ে নেবেন।
সকল পরিক্ষার্থীর জন্য শুভ কামনা রইলো। সুন্দরভাবে গুছিয়ে প্রিপারেশন নিন, ইনশা-আল্লাহ সফলতা আসবেই।
এ্যাডভোকেট মোঃ রাকিবুল ইসলাম (রুবেল)
মেহেরপুর জজ কোর্ট

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group