শিক্ষা খবরশিক্ষা নিউজ

স্বাধীনতার সুবর্ণজায়ন্তী উদযাপনে সব স্কুল ও কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা কাল

স্বাধীনতার সুবর্ণজায়ন্তী উদযাপনে সব স্কুল ও কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা কাল।স্বাধীনতার সুবর্ণজায়ন্তী উদযাপনে সব স্কুল-কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক ছড়া, কবিতা, জাতীয় সংগীত প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সব সরকারি ও বেসরকারি স্কুলে আগামীকাল বৃহস্পতিবার এসব অনুষ্ঠান আয়োজন করতে হবে। আর সরকারি-বেসরকারি কলেজ আগামী শনিবার এসব অনুষ্ঠানের আয়োজন করবে। গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।

এসব অনুষ্ঠান বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে কমিটি গঠন করতে হবে। কমিটিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। কলেজ স্তরের নির্ধারিত কবিতার মধ্যে রয়েছে কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো, কবি শামসুর রাহমানের যাঁর মাথায় ইতিহাসের জ্যোতির্বলয় এবং কবি সৈয়দ শাসুল হকের আমার পরিচয়। কলেজ স্তরে সংগীত প্রতিযোগিতার জন্য যে গানগুলো নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো, তুমি বাংলার ধ্রুবতারা, বঙ্গবন্ধু ফিরে এলে তোমর স্বপ্নের স্বাধীন বাংলায়।

মাধ্যমিক স্তরের প্রতিযোগিতার জন্য কয়েকটি কবিতা ও গান নির্ধারণ করে দেয়া হয়েছে। এরমধ্যে কবি শামসুর রাহমানের লেখা স্বাধীনতা তুমি, কবি নির্মলেন্দু গুণের লেখা আমি আজ কারো রক্ত চাইতে আসিনি এবং কবি মুহম্মদ নুরুল হুদার রচিত টুঙ্গিপাড়ার খোকাবাবু কবিতা রয়েছে। মাধ্যমিক স্তরে প্রতিযোগিতার জন্য নির্ধারিত গান হলো, যদি রাত পোহালে শোনা যেতো, শোন একটি মুজিবরের থেকে এবং বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ। স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

এ প্রতিযোগিতর জন্য ছড়া কবিতা নির্ধারণ করে দেয়া হয়েছে। নির্ধারিত ছড়া ও জাতীয় সংগীতের প্রতিযোগিতা আবশ্যিকভাবে করতে হবে। পাশাপশি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সংশ্লিষ্ট অন্যান্য কবিতা, গান, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সম্পৃক্ত করা যেতে পারে। স্ব স্ব স্কুল-কলেজের ব্যবস্থাপনা কমিটি সব ছাত্রছাত্রীকে সম্পৃক্ত করে নির্বাচিত ছড়া বা কবিতা ও সংগীত বা রচনা নিয়ে অভ্যন্তরিণ প্রতিযোগিতা নির্ধারিত তারিখের আগেই সম্পন্ন করে রাখতে হবে। চূড়ান্ত প্রতিযোগিতা আলোচনা সভা ও সাংস্বৃতিক অনুষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যবস্থা কমিটির সদস্য, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের নেতা, স্থানীয় গণ্যমন্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও অভিভাবকদের সম্পৃক্ত করে অনুষ্ঠান আয়োজন করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণের বিষয়টি আবশ্যিকভাবে রাখতে হবে।

Cultural competition in all schools and colleges to celebrate the golden jubilee of independence is tomorrow. The Directorate of Secondary and Higher Education has ordered to organize rhymes, poems, national anthem competitions, cultural programs, and discussion meetings based on the life of Bangabandhu Sheikh Mujibur Rahman in all schools and colleges to celebrate the golden jubilee of independence. All government and private schools will have to organize these events on Thursday. Government and private colleges will organize these events on Saturday. The order was issued by the Directorate of Secondary and Higher Education on Tuesday.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group