পরীক্ষাশিক্ষা খবর

স্কুলে ক্ষুদে ডাক্তারে মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ২৭ মার্চ শুরু

স্কুলে ক্ষুদে ডাক্তারে মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ৭ মার্চ শুরু।আগামী ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সব স্কুলে ক্ষুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তারের দল গঠন করা হবে। ক্ষুদে ডাক্তারের দল শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টি শক্তি পরীক্ষা করে অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি, দৃষ্টি শক্তির ত্রুটি নজরে আনবেন। এছাড়া ১২ থেকে ১৬ বছর বয়সী স্কুলগামী ও স্কুলের বাইরে থাকা শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত করে কৃমিনাশক খাওয়ানো হবে।

এছাড়া ক্ষুদে ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমটি শুধুমাত্র ১২-১৬ বছর বয়সী শিক্ষার্থী বা ষষ্ঠ শ্রেণি থেকে দশম বা সমপর্যায়ের শ্রেণিতে পরিচালিত হবে।স্বাস্থ্য অধিদপ্তরের মতে, কৃমি নাশক ঔষধটি নিরাপদ এবং এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসাবে কাজ করে। তাই নির্ধারিত সময়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য কার্যক্রমে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সহযোগিতা করার নির্দেশ দেয়া হয়েছে।

গত ২ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভায় আগামী ২০ মার্চ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এবং অমিক্রন সংক্রমণের উর্দ্ধগতির কারণে স্থগিত হওয়া ‘ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা’ কার্যক্রমটি আগামী ২৭ মার্চ থেকে ২ এপ্রিল সময়ে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীসহ ১২-১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভুত পথশিশু, কর্মজীবী শিশু, বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিক্ষার্থীসহ সব শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে একডোজ কৃমি নাশক ঔসধ (মেবেন্ডাজল-৫০০ মিলিগ্রাম) সেবন করানো হবে।

২২ থেকে ২৮ জানুয়ারি সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া তা স্থগিত করা হয়। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভায় ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক স্কুলেগুলোর প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। সোমবার চিঠিটি প্রকাশ করেছে শিক্ষা অধিদপ্তর।

The health check-up through a small doctor in the school began on March 7. From March 27 to April 2, the health check-up of students will be done through a small doctor in all schools. For this, a small team of doctors will be formed in educational institutions. The team of small doctors will examine the weight, height, and vision of the students to bring to notice the abnormal physical growth, visual impairment. Apart from this, school-going and out-of-school children in the age group of 12 to 16 years will be attended to educational institutions and fed deworming.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group