তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

শিক্ষা তহবিল গঠনে গুগলের ১০০ মিলিয়ন ডলার

শিক্ষা তহবিল গঠনে গুগলের ১০০ মিলিয়ন ডলার।বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল শিক্ষায় ১০০ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে। ডেটা বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি, প্রকল্প ব্যবস্থাপনা ইউএক্স ডিজাইনসহ প্রযুক্তিখাতের নানা কোর্সই হবে এর মূল লক্ষ্য।সম্প্রতি গুগলের সিইও সুন্দর পিচাই এই তথ্য জানিয়েছেন। গুগলের এমন উদ্যোগ প্রযুক্তিখাতে চাকরির সম্ভাবনা তৈরি করবে বলে অভিমত সংশ্লিষ্টদের।

গুগলের এমন উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়ে এর প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুগলের এমন উদ্যোগকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকে। একই সাথে এটিকে কলজের বিপরীত না বানিয়ে এর সহায়ক হিসেবে পরিচালনার তাগাদা দিয়েছেন তারা।কন্টেন্ট মার্কেটার ও লেখক জেফ স্টিন বলেন, আমি উচ্চশিক্ষাকে একেবারেই নাকচ করে দিচ্ছি না। তবে কলেজে ডিগ্রি অর্জনের ক্ষেত্রে আমাদের যে ব্যয়ভার বহন করতে হয় সেদিকে একটু নজর দেয়া দরকার।দীর্ঘদিন ধরে কোডিং বুটক্যাম্প ও ইউডেমি বা কোর্সেরার মতো প্রোগ্রামের পর এই উদ্যোগ নিয়েছে গুগল। ১৪০টির বেশি প্রতিষ্ঠানের সাথে গুগলের সংশ্লিষ্টতা থাকায় শিক্ষার্থীরা এটিকে সাদরে গ্রহণ করবেন বলে অভিমত ব্যক্ত করেছে প্রযুক্তি বিশেষজ্ঞরা।

Google has raised শিক্ষা 100 million for education. The world’s most popular search engine Google has raised মিল 100 million for education. The main focus will be on various courses in the field of technology including data analysis, information technology, project management, and UX design. Those concerned are of the opinion that such an initiative of Google will create job opportunities in the technology sector.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group