শিক্ষা খবরশিক্ষা নিউজ

প্রাক প্রাথমিকের ২০ মার্চ থেকে ক্লাস শুরু

প্রাক প্রাথমিকের ২০ মার্চ থেকে ক্লাস শুরু।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২০মার্চ থেকে শুরু হবে। এ স্কুলগুলোতে প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস বুধবার থেকে শুরু হচ্ছে। এরঠিক আগে মঙ্গলবার রাতে প্রাক প্রাথমিকে ক্লাস শুরুর তারিখ ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।এরআগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন, প্রাথমিক স্তরের সশরীরে ক্লাস শুরু হবে বুধবার থেকে। আর প্রাক-প্রাথমিকে (প্লে, নার্সারি, কেজি) ক্লাস শুরু হবে এরও দুই সপ্তাহ পর। কিন্তু মঙ্গলবার অধিদপ্তর ২০ মার্চ থেকে প্রাক প্রাথমিকের ক্লাস শুরুর ঘোষণা আসলো।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বুধবার থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে সব শিক্ষার্থীর ক্লাস হবে। আর সব প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুই শিফটে ক্লাস পরিচালনা করতে হবে। সকাল ৯টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের এবং দুপুরে ১২টা ২০ থেকে বিকেল ৪টা ২০ পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হবে। এছাড়া বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের বিশেষ শিখন ঘাটতি চিহ্নিত করে সহায়তামূলক শ্রেণি কার্যক্রম চালাতে হবে।মঙ্গলবার রাতে প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে অধিদপ্তর জানিয়েছে, প্রাক প্রাথমিক শ্রেণির কার্যক্রম করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ২০ মার্চ থেকে শুরু হবে। এ জন্য শিক্ষক সহায়িকায় রুটিন প্রকাশ করা হবে।

Pre-primary classes will start on March 20. Classes for pre-primary students of government primary schools will start from March 20. In these schools, classes for first to fifth-grade students of primary level are starting from Wednesday. Earlier on Tuesday night, the Department of Primary Education announced the start date of pre-primary classes. Earlier, officials of the Ministry of Primary and Mass Education had said that physical classes at the primary level would start from Wednesday. And pre-primary (play, nursery, kg) classes will start two weeks later. But on Tuesday, the department announced the start of pre-primary classes from March 20.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group