প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

উদ্ভিদ বিজ্ঞান অনার্স ২য় বর্ষ সাজেশন বিষয় : Plant Anatomy & Embryology

উদ্ভিদ বিজ্ঞান অনার্স ২য় বর্ষ সাজেশন 2023
(২০১৯-২০ সেশন)
বিষয় : Plant Anatomy & Embryology

ক বিভাগ
১. Plant Anatomy কাকে বলে?
২. ম্যাক্রোটিউবিউল কী?
৩. সীভপ্লেট কাকে বলে?
৪. প্লাজমোডেসমাটা কী?
৫. ভাজক কলা কী?
৬. শীর্ষস্থ ভাজক কলা কী?
৭. রিব মেরিস্টোম বলতে কী বুঝ?
৮. মাইসেলি কী?
৯. স্থায়ী কলার সংজ্ঞা দাও।
১০. ক্যালাস প্যাড কাকে বলে?
১১. স্ক্লেরাইড বা স্ক্লেরোটিক কোষ কী?
১২. মেসোফিল টিস্যু কাকে বলে?
১৩. উদ্ভিদের কোন অঞ্চলে গৌণ বৃদ্ধি হয়ে থাকে?
১৪. প্রো-ক্যাম্বিয়াম কাকে বলে?
১৫. পেরিডার্ম কী?
১৬. লেন্টিসেল কী?
১৭. অস্বাভাবিক গৌণ বৃদ্ধি বলতে কী বুঝ?
১৮. মূল-কান্ড ট্রানজিশন কী?
১৯. পত্ররন্ধ্র কাকে বলে?
২০. বুলিফর্ম কোষ কাকে বলে?
২১. এপিব্লেমা কী?
২২. হাইডাথোড কাকে বলে?
২৩. টিম্বার কী?
২৪. লাম্বার বলতে কী বুঝ?
২৫. ভ্রূণবিজ্ঞান কাকে বলে?
২৬. মাইক্রোস্পোর কী?
২৭. স্পোর চতুষ্টয় কী?
২৮. আর্কিস্পোরিয়াল কোষ কী?
২৯. পলিনিয়া কী?
৩০. যৌগিক পরাগ বলতে কী বুঝ?
৩১. নিউসেলাস কী?
৩২. সারসিনোট্রোপাস ডিম্বক বলতে কী বুঝ?
৩৩. ভ্রান্ত বা মেকী ভ্রূণথলি কাকে বলে?
৩৪. সহকারী কোষ কোথায় দেখা যায়?
৩৫. টেট্রাস্পোরিক ভ্রূণথলি বলতে কী বুঝ?
৩৬. অসম নিষেক কাকে বলে?
৩৭. ত্রি-মিলনের সংজ্ঞা দাও।
৩৮. ভ্রূণমুকুল বীজ পত্রাধিকান্ড কাকে বলে?
৩৯. বীজের সুপ্ততা কী?
৪০. Endosperm বা শাঁস কী?
৪১. রুমিনেট শস্য কাকে বলে?
৪২. ভ্রূণজনিতা কাকে বলে?
৪৩. প্রো-এম্ব্রায়ো কাকে বলে?
৪৪. অস্থানিক ভ্রূণ কী?
৪৫. অসঙ্গজনি বা এপোমিক্সিস কী?
৪৬. পরাগধানী আবাদ কাকে বলে?
৪৭. ক্যালাজোগ্যামি কী?
৪৮. এন্ড্রোজেনেসিস কাকে বলে?

খ বিভাগ
১. ভাজক কলার বৈশিষ্ট্য লিখ।
২. টিউনিকা-কর্পাস মতবাদ অনুসারে শীর্ষস্থ ভাজক কলার বিভক্তিকরণ সংক্ষেপে বর্ণনা কর।
৩. বিষমপৃষ্ঠ ও সমদ্বিপৃষ্ঠ পাতার অভ্যন্তরীণ গঠনের পার্থক্য লিখ।
৪. গৌণ বৃদ্ধির গুরুত্ব আলোচনা কর।
৫. বর্ষ বলয় সৃষ্টির প্রক্রিয়া লিখ।
৬. দ্বিবীজপত্রীর অস্বাভাবিক গৌণবৃদ্ধির কারণসমূহ লিখ।
৭. মেগাস্পোর টেট্রাডের সজ্জারীতি সম্পর্কে আলোচনা কর।
৮. নিষেক ও দ্বি-নিষেক বা ত্রি-মিলন কি?ব্যাখ্যা কর।
৯. পার্থেনোজেনেসিস কী? হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস সম্পর্কে আলোচনা কর।
১০. সস্য বলতে কী বুঝ? সস্য কত প্রকার ও কী কী?
১১. বহুভ্রূণিতার কারণসমূহ লিখ।
১২. উদ্দীপ্ত অপুংজনি বলতে কী বুঝ?
১৩. সীভনলের গঠন ও কাজ লিখ
১৪. একবীজপত্রী ও দ্বিবীজপত্রী মূলের অন্তর্গঠনের মধ্যে পার্থক্য লিখ।
১৫. কাঠ কী? সার কাঠের গুণাবলি লিখ।
১৬. বীজের অর্থনৈতিক গুরুত্ব লিখ।
১৭. ভ্রূণজনিতা কী? ভ্রূণজনিতার নীতিসমূহ উল্লেখ কর।
১৮. পার্থক্য লিখঃ
(ক) ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু।
(খ) সার কাষ্ঠ ও অসার কাষ্ঠ।
(গ) নিউক্লিয়ার সস্য ও সেলুলার সস্য।
(ঘ) প্যারেনকাইমা টিস্যু ও কোলেনকাইমা টিস্যু।

গ বিভাগ
১. উদ্ভিদ কোষ প্রাচীরের উৎপত্তি ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর।
২. একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের ক্রমবিকাশ বর্ণনা কর।
৩. আবৃতবীজী উদ্ভিদের পুং ও স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ চিত্রসহ বর্ণনা কর।
৪. উদাহরণসহ বিভিন্ন ধরণের এপোমিক্সিসের বর্ণনা কর।
৫. বিভিন্ন প্রকার সরলকলার বর্ণনা দাও।
৬. Dracaena – কান্ডের অস্বাভাবিক গৌণবৃদ্ধি বর্ণনা কর।
৭. নিঃস্রাবী বা ক্ষরণকারী কলা কি?এর শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
৮. শীর্ষস্থ ভাজক কলার বিভক্তিকরণের উপর যে কোন দুটি মতবাদ সচিত্র বর্ণনা দাও।
৯. ভ্রূণথলি কাকে বলে? আট নিউক্লিয়াসবিশিষ্ট একটি ভ্রূণথলির বর্ণনা দাও।
১০. দ্বি-নিষেক কী?নিষেকের ক্রিয়াকৌশল বর্ণনা কর।
১১. চিহ্নিত চিত্রসহ কোষ প্রাচীরের বিভিন্ন প্রকার স্থূলীকরণের বর্ণনা দাও।
১২. পত্ররন্ধ্র বলতে কি বুঝ?পত্ররন্ধ্রের প্রকারভেদ চিত্রসহ বর্ণনা কর।
১৩. লুক্কায়িত পত্ররন্ধ্র কী? Levit(1974) এর মতবাদ অনুসারে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার কৌশল আলোচনা কর।
১৪. কাঠের ভৌত ও রাসায়নিক গুণাবলি উল্লেখ কর।
১৫. পরাগরেণু আবাদ কী?পরাগরেণু আবাদ কৌশল বর্ণনা কর।
১৬. পরাগধানী আবাদ কৌশলের প্রয়োগক্ষেত্র উল্লেখ কর।
১৭. পরাগায়নের সংজ্ঞা দাও। উদাহরণসহ বিভিন্ন অজীবজ ও জীবজ পরাগায়নের বর্ণনা দাও।
১৮. কাঁটানটে কান্ডের অস্বাভাবিক গৌণবৃদ্ধি আলোচনা কর।
১৯. চিহ্নিত চিত্রসহ একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের গৌণ বৃদ্ধি বর্ণনা কর।
২০. চিহ্নিত চিত্রসহ আবৃতবীজী উদ্ভিদের মেগাস্পোরোজেনেসিস বা স্ত্রীরেণু সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group