শিক্ষা খবরশিক্ষা নিউজ

বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষা পরিবর্তন চান শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষা পরিবর্তন চান শিক্ষামন্ত্রী।করোনা মহামারির কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিষয় ও নম্বর কমিয়ে দেয়া হয়। সেই পাঠ্যসূচির ওপর ভিত্তি করেই মেডিকেল ও বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নিতে চান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।এইচএসসি ও সমমানের পরীক্ষা যে পাঠ্যসূচির (পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত পাঠ্যসূচি) ভিত্তিতে হয়েছে, সেই পাঠ্যসূচির ওপরই মেডিকেল ও বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হওয়া যৌক্তিক ও সঠিক। তার মনে হয় না এর বাইরে কেউ ভর্তি পরীক্ষা নেবেন। কেউ চাইলে তাঁদের অনুরোধ করা হবে।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।করোনা সংক্রমণের কারণে দীর্ঘ অপেক্ষার পর গত ডিসেম্বরে অনুষ্ঠিত হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে সব বিষয়ে পরীক্ষা হয়নি। গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা, তা–ও কম নম্বরের ভিত্তিতে হয়।অর্থাৎ মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা যাঁর যাঁর গ্রুপের তিনটি বিষয়ের ছয়টি পত্রে পরীক্ষা দিয়েছেন, যার ফল প্রকাশিত হলো আজ।

The education minister wants to change the university and medical entrance examinations. Due to the Corona epidemic, the subjects and marks in HSC and equivalent examinations were reduced. Based On That Curriculum The Education Minister Wants To Take The Admission Test Of Medical And university, Dr. Deepu Mani. It is logical and correct for medical and universities to conduct admission tests on the basis of his and equivalent examinations based on the syllabus (restructured short syllabus). He doesn’t think anyone will take the admission test outside of it. If anyone wants, they will be requested.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group