শিক্ষা খবরশিক্ষা নিউজ

আগামীকাল ডেন্টালের দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ হতে পারে

আগামীকাল ডেন্টালের দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ হতে পারে।দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২০-২১ সালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের তালিকা আগামীকাল রবিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হতে পারে। ৬৬ আসনের বিপরীতে এই মাইগ্রেশন সম্পন্ন হবে।২০২০-২০২১ সালে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে।

১ম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শেষে গত ৯ জানুয়ারির মধ্যে ভর্তি না হওয়ার এবং ইতোমধ্যে ভর্তি বাতিল করায় শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ২য় দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং সরকারি মেডিকেল কলেজসমূহে অপেক্ষমান তালিকা হতে সর্বমোট ১১১ অনকে ভর্তির জন্য মনোনীত করা হলো। তাদের মেধা ও পছন্দের ভিত্তিতে এবং আসন শূন্যতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।মেডিকেলের মাইগ্রেশনের তালিকার সাথে বিডিএসের মাইগ্রেশনের তালিকাও প্রকাশের কথা ছিল। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সময় মতো বিডিএসের কাজ শেষ করতে না পারায় তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। কাল আমাদের কাছে বিডিএসের মাইগ্রেশনের তালিকা পাঠানোর কথা রয়েছে। রবিবার তালিকা পেলে আমরা সেদিনই এটি প্রকাশ করবো।

The list of the second migration of dental may be published tomorrow. The list of second phase migration of students admitted in government dental colleges and dental units of the country in 2020-21 may be published tomorrow, Sunday (February 13). This migration will be completed against 6 seats. Based on the published results of admission test in 1st-year MBBS course in government medical colleges in 2020-2021.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group