শিক্ষা খবরশিক্ষা নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয় দেশসেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৮তম

বরিশাল বিশ্ববিদ্যালয় দেশসেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৮তম।ওয়েবমেট্রিক্সের র‌্যাংকিংয়ে দেশসেরা শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৮ তম স্থান দখল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বিশ্ব র‌্যাংকিং ৯ হাজার ৮৩২তম। এ তালিকায় শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এদিকে শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক ও প্রাইভেট কলেজ-বিশ্ববিদ্যালয় ছাড়াও ৫টি সরকারি মেডিকেল কলেজ ও ১টি বিশ্ববিদ্যালয় স্থান হয়েছে।স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সে জানুয়ারী, ২০২২ সংস্করণে এ তথ্য জানানো হয়েছে।

তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৬৬৮), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৮১৫) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২০৫৬), রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২০৭৬), জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৪১৬), ব্রাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৪২৭), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৬৫৯) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৭৬২), ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাংকিং ২৯০২)।

Barisal University is ranked 7th among the best universities in the country. World ranking 9 thousand 732nd. The Bangladesh University of Engineering is at the top of the list. In addition to public and private colleges and universities, 5 government medical colleges and 1 university have been included in the top 100 institutions. Dhaka University (World Ranking 18), Shahjalal University of Science and Technology

(World Ranking 1815), North-South University (World Ranking 2056), Rajshahi University (World Ranking 206), Jahangir Nagar University (World Ranking 241) are in the second position among the top 10 universities in the country. ), BRAC University (World Ranking 2426), Bangladesh Agricultural University (World Ranking 2659), Chittagong University (World Ranking 262), Daffodil International University (World Ranking 2902).

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group