শিক্ষা খবর

এমপিওভুক্ত হলো ২৭১৬ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নতুন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের তালিকা)

এমপিওভুক্ত হলো ২৭১৬ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান । দীর্ঘ ৯ বছর পর দুই হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে গণভবনে এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর আগেই শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্তির এই সিদ্ধান্ত জুলাই থেকে কার্যকর হবে।

MPO News Today: প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই বছর ২০২২ সালে আমি আজকে ঘোষণা দিচ্ছি, এরপর আমাদের শিক্ষা মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নেবেন। যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক বিষয় বিবেচনা করে ২০২২ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় নতুন ২ হাজার ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দিচ্ছি। এর মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯টি, ডিগ্রি কলেজ ১৮টি। ’

‘একইভাবে কারিগরি এবং মাদরাসা শিক্ষা বিভাগের আওতাভুক্ত ৬৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দিচ্ছি। এর মধ্যে রয়েছে এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল ৯৭টি, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ২০০টি, ডিপ্লোমা ইন এগ্রিকালচার দুটি, দাখিল মাদরাসা ২৬৪টি, আলিম মাদরাসা ৮৫টি, ফাজিল মাদরাসা ৬টি, কামিল মাদরাসা ১১টি। ’

শেখ হাসিনা আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় উভয় বিভাগের আওতায় ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করবে সেই ঘোষণা আমি দিচ্ছি। শিক্ষা মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে। আজকেই এই ঘোষণাটা দিতে পারে (শিক্ষা মন্ত্রণালয়) তাহলে আমাদের দেশের মানুষের খুবই উপকার হবে। ’

এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন। সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। এর পর থেকেই থেমে থেমে আন্দোলন করে আসছিলেন এমপিওভুক্ত নয় এমন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
বার ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা এলো। এর মধ্যে স্কুল ও কলেজের সংখ্যা ১ হাজার ৬৫১টি, মাদরাসা ৫৫৭টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ৫২২টি।

নতুন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের তালিকা (২৭১৬টি স্কুল-কলেজ)

নতুন এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের তালিকা দেখুন এখানে

এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক স্কুলের তালিকা দেখুন এখানে

এমপিওভুক্ত ২৭১৬ স্কুল এন্ড কলেজের তালিকা

এমপিওভুক্ত কলেজের তালিকা

এমপিওভুক্ত মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয় এর তালিকা

নতুন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের তালিকা

এমপিওভুক্ত হলো ২৭৩০ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান

নতুন এমপিওভুক্তির মধ্যে নিম্নমাধ্যমিক বিদ্যালয় ৪৩৯টি, ৬ষ্ঠ-১০ম শ্রেণির মাধ্যমিক বিদ্যালয় ১০৮টি, ৯ম-১০ম শ্রেণির মাধ্যমিক বিদ্যালয় ৮৮৭টি, স্কুল অ্যান্ড কলেজ ৬৮ টি, উচ্চ মাধ্যমিক কলেজ ৯৩টি এবং ডিগ্রি কলেজ ৫৬টি। নতুন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের তালিকা www.emis.gov.bd/main/App_Pages/Client/Default.aspx তে পাওয়া যাবে।

আর নতুন এমপিওভুক্ত মাদরাসার মধ্যে দাখিল মাদরাসা সংখ্যা ৩৫৮টি, আলিম মাদরাসার সংখ্যা ১২৮টি, ফাযিল মাদরাসা ৪২টি ও কামিল মাদরাসা ২৯টি।

নতুন এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে কৃষি ৬২টি, ভোকেশনাল স্বতন্ত্র ৪৮টি, ভোকেশনাল সংযুক্ত ১২৯টি, বিএম স্বতন্ত্র ১৭৫টি ও বিএম সংযুক্ত ১০৮টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে।

এখন পর্যন্ত চারটি জেলার (পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও নীলফামারি) এমপিওভুক্ত স্কুলের তালিকা Daily Result BD হাতে এসেছে। সেগুলো তুলে ধরা হলো। পুরো তালিকা কিছুক্ষণের মধ্যে Daily Result BDতে প্রকাশ করা হবে।

পঞ্চগড়: আমলাহার গার্লস হাই স্কুল, খারিজা সোনাহার জুনিয়র হাই স্কুল, রফিকা মতিন গার্লস হাই স্কুল, বারাশাহী জুনিয়র গার্লস হাই স্কুল, কামালুপুকুরি প্রধান হাট জুনিয়র হাই স্কুল

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সুগার মিল হাইস্কুল, কালেক্টরেট পাবলি হাই স্কুল এন্ড কলেজ। আমানতুল্লা ইসলামি একাডিম, মেদনীসাগর হাইস্কুল, খোলড়া আদর্শ হাই স্কুল, মাসানগাঁও হাইস্কুল, শীতলপুর হাই স্কুল, লোলপুকুর ডি এম হাইস্কুল, শাহবাজপুর হাইস্কুল, মালিভিটা গার্লস হাই স্কুল, চাঁদপুর হাই স্কুল।

নীলফামারী: কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, কিসামত বদী হাইস্কুল, বালাগ্রাম হাইস্কুল, বীরুবান্ধা হাট বি এল হাই স্কুল। বাড়বাড়ি মাজাপাড়া স্কুল এন্ড কলেজ, সাইট রাজীব মডেল হাইস্কুল, পানিয়াল পুকুর মডেল স্কুল এন্ড কলেজ, পূর্বাধলী রাম হাইস্কুল, বাহা ঘিউঘাট হাইস্কুল

লালমনিরহাট: ইসলামি আদর্শ বিদ্যানিকেতন হাইস্কুল, মমিনপুর কুচিলবাড়ি হাইস্কুল, ভান্ডারঘা জনতা হাইস্কুল, কাউয়ারপার হাইস্কুল, মোহাম্মদপুর হাইস্কুল, শ্রীরামপুর হাইস্কুল, পাইকারতাড়ি হাইস্কুল, রামণিগণি হাইস্কুল, কাউরহাট হাই স্কুল, সুন্দ্রাবী হাইস্কুল,

এমপিওভুক্তির নতুন নীতিমালা বাতিল করে পুরোনো নিয়মে স্বীকৃতি পাওয়া সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে গতকাল মঙ্গলবারও আন্দোলনে ছিলেন শিক্ষক-কর্মচারীরা। পরে গতকাল রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠকের পর তাঁরা কর্মসূচি স্থগিত করেন। মন্ত্রীর বাসায় এই বৈঠক হয়। পরে তাদের পানি পান করিয়ে অনশন ভাঙান মন্ত্রী।

এর আগে ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, এখন থেকে প্রতিবছরই যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। একই সঙ্গে সেগুলো নিয়মিত তদারক করা হবে। যদি পরে শর্ত পূরণ না করে, তাহলে এমপিও স্থগিত করা হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group