শিক্ষা খবরশিক্ষা নিউজ

বগুড়ার আলমগীর হোসাইন শিগগিরই চাকরি পাচ্ছেন

ভাতের বিনিময়ে পড়াতে চাই’ বিজ্ঞাপন সাঁটিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া বগুড়ার আলমগীর হোসাইন শিগগিরই চাকরি পাচ্ছেন। দেশের কয়েকটি স্বনামধন্য বেসরকারি কোম্পানি আলমগীরকে চাকরি দেওয়ার প্রস্তাব করেছে। বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। আলমগীর হোসাইনকে চাকরি দেওয়ার জন্য সুপার শপ ‘স্বপ্ন’, স্কয়ারসহ কয়েকটি প্রতিষ্ঠান আমার মাধ্যমে যোগাযোগ করেছে। এর মধ্যে ‘স্বপ্ন’ যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে সাক্ষাৎকার নেওয়ার উদ্যোগ নিয়েছে। আজই তারা আলমগীরের চাকরির বিষয়ে জানাবে।’

এর আগে আলমগীর হোসাইনকে নিজ কার্যালয়ে ডেকে নেন পুলিশ সুপার। আলমগীর হোসাইন বলেন, ‘কিছু অনলাইন পোর্টালে বলা হয়, পুলিশ আমাকে খুঁজে পাচ্ছে না। তখন আমি জেলা পুলিশের সঙ্গে নিজেই যোগাযোগ করি। এরপর এসপিসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা কয়েক ঘণ্টা নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলেন। সব জানার পর এসপি স্যার চাকরির প্রস্তাব দেন।’

এসপি সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘আলমগীর হোসাইনকে আমার কার্যালয়ে ডেকে নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছি। তিনি তাঁর হতদরিদ্র পরিবারের শোচনীয় অবস্থার কথা জানান। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এই বিজ্ঞাপন দিয়েছেন বলে মনে হয়নি। তাঁর সম্পকে৴ সংগৃহীত গোয়েন্দা তথ্যে কোনো অপরাধ কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। তাঁর মুঠোফোনের কলরেকর্ডসহ সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে।’

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করা আলমগীর হোসাইন সপ্তাহখানেক আগে শহরের জহুরুল নগরের বাড়ির প্রাচীর ও বিদ্যুতের খুঁটিতে কয়েকটি বিজ্ঞাপন সাঁটান। তিনি নিজের পরিচয়ে লিখেছেন ‘বেকার’। দুই বেলা ভাতের বিনিময়ে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াতে চান তিনি। অল্প সময়ে বিজ্ঞাপনটি ফেসবুকে ভাইরাল হয়।

আলমগীর হোসাইনের গ্রামের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বুড়ইল গ্রামে। পাঁচ বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন আলমগীর। স্নাতকোত্তর পরীক্ষাতেও তিনি ভালো করেন। পড়াশোনা শেষে চাকরি পাচ্ছিলেন না। এখন তিনি অন্যের বাসায় জায়গির থাকেন।

Alamgir Hossain of Bogra, who went viral in the net world by pasting ‘I want to teach in exchange for rice’ advertisement, will get a job soon. Some well-known private companies in the country have offered jobs to Alamgir. Bogra Superintendent of Police (SP) Sudip Kumar Chakraborty confirmed the matter on Wednesday afternoon. Several companies including Super Shop ‘Swapna’ and Square have contacted me through me to hire Alamgir Hossain. Among them, ‘Swapna’ has taken initiative to give job interviews according to their qualifications. Today they will inform about Alamgir’s job. ‘

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group