শিক্ষা খবরশিক্ষা নিউজ

১৯ ফেব্রুয়ারি থেকে একাদশের ভর্তি শুরু

১৯ ফেব্রুয়ারি থেকে একাদশের ভর্তি শুরু।একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। যা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে শুক্রবার নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।অপর এক আদেশে বলা হয়, শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না নিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি জমা নিয়েই শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে কলেজগুলো।

একইসঙ্গে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাসিক বেতন আগামী মার্চ মাস থেকে কলেজগুলো গ্রহণ করবে। মঙ্গলবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে যা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

The admission for class XI will start from February 19. The admission of selected students in Class XI will begin on February 19. It runs until February 24th. Earlier on Friday, the list of selected students will be published on the admission website. In another order, it was said that the colleges will complete the admission process of the students by submitting the online copy of the academic transcript instead of submitting the original academic transcript of the student.

At the same time, the colleges will accept the monthly salary of the newly admitted students from March next year. On Tuesday night, Dhaka Education Board College Inspector Prof Abu Taleb Md. This information is known from the office order signed by Moazzem Hossain. The admission of selected students in Class XI will start from February 19 and will continue till February 24.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group