শিক্ষা খবরশিক্ষা নিউজ

আগামী ৬ ফেব্রুয়ারি বিসিএসআইআর-এর মৌখিক পরীক্ষা

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সায়েন্টিফিক অফিসার (স্থায়ী) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি সকাল, দুপুর ও বিকেলে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। মূল প্রবেশপত্রের রঙিন কপি, চাকরির আবেদনের কপি, জাতীয় পরিচয়পত্রের মূলকপি, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, থিসিস পেপার এবং মূল নম্বরপত্রসহ প্রতিটির একটি করে ফটোকপি।

নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর, পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের নাম জানা যাবে দেখা যাবে বিসিএসআইআর-এর লিংকে। প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। রাজধানীর ধানমন্ডিতে বিসিএসআইআরের পরিষদ সচিবালয়ে এ পরীক্ষা নেয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮। পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের যেসব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

The schedule of oral examination for the post of Scientific Officer (Permanent) of Bangladesh Council of Science and Industry Research (BCSIR) has been published. The test will be held on February 8 in the morning, noon, and afternoon. Color photocopy of original admission card, copy of job application, original copy of national identity card, certificate of experience (if applicable), original copy of all educational qualification certificate, thesis paper, and one photocopy of each along with original number sheet.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group