বিশ্ববিদ্যালয় ভর্তিশিক্ষা নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকা ২০২৪ প্রথম মেরিট লিস্ট

গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করা হয়।

এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তুলনায় ২০২১-২২ শিক্ষাবর্ষে ২২ শতাংশ কম ভর্তি আবেদন পড়েছে। গত শিক্ষাবর্ষে তিন ইউনিটে ১ হাজার ৪০ আসনের বিপরীতে মোট আবেদন করেছিল ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেধাতালিকা ২০২৪ প্রথম মেরিট লিস্ট https://cou.ac.bd/

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ ধাপের ভর্তি শেষে আসন ফাঁকা ১১২ টি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২০২১ সালে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চতুর্থ ধাপে ভর্তি কার্যক্রম শেষে এ, বি ও সি ইউনিটের ১ হাজার ৪০টি আসনের মধ্যে ফাঁকা রয়েছে আরও ১১২ টি আসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. আবু তাহের স্বাক্ষরিত ২০২০-২০২১ সালের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির ১৯তম সভার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

এই আসন পূরণ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সভায় পঞ্চম মেধাতালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। চতুর্থ সাক্ষাৎকারে ভাইভা তিনদিন করে ভর্তির কার্যক্রম আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানো যাবে।আসন পূরণ না হলে আবার নতুন করে সাক্ষাৎকারের তারিখ দেওয়া হবে। ভর্তির কার্যক্রম অবস্থা ও অন্যান্য বিষয় জানার জন্য আগামী ২২ ফেব্রুয়ারি ২০ তম ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় কমিটির সভা আহবান করা হয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফাঁকা আসনগুলোর মধ্যে ‘ক’ ইউনিটে আসন ফাঁকা রয়েছে ২৪ টি, ‘খ’ ইউনিটে ৭০ টি, ‘গ’ ইউনিটের ১৮ টিসহ মোট ১১২ টি আসন ফাঁকা রয়েছে। এর আগে চারটি ধাপে সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে।

At the end of the fourth phase of admission in Comilla University, 112 seats are vacant. Comilla University (CUB) has completed the admission process in the fourth phase of the first year of graduation (honors) in 2020-2021. University Registrar (additional responsibilities) Professor. This information was revealed in a notification signed by Abu Taher at the 19th meeting of the Central Committee on Student Admission in the first year of Graduation (Honors) of 2020-2021.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group