শিক্ষা খবরশিক্ষা নিউজ

৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেডিকেল কলেজগুলো বন্ধ: ডিজি

৬ ফেব্রুয়ারি থেকে মেডিকেল কলেজগুলো বন্ধ: ডিজি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের মেডিকেল কলেজগুলোও আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে সাথে আলাপকালে এ কথা জানান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি।

তিনি বলেন, সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে আমরা সেই সিদ্ধান্তই বহাল রাখবো। মেডিকেল কলেজগুলোও ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। যেহেতু এটা একটি জাতীয় সিদ্ধা্ন্ত। আর সরকার জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া। তাই আমরা তাদের এই সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করছি।

অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন আরও বলেন, মেডিকেল কলেজগুলোতে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও পুরোপুরি পাঠদান বন্ধ হবে না। অনলাইনে ক্লাস-পরীক্ষা নেয়া যাবে। এই বিষয়টি নিজ নিজ মেডিকেল কলেজ ঠিক করবে। এর আগে রবিবার সকালে মেডিকেল কলেজ বন্ধের বিষয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল বলেন, সরকারের সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।

মেডিকেল কলেজেও একই আদেশ বহাল থাকবে। তবে পাঠদানের ক্ষেত্রে স্ব স্ব মেডিকেল কলেজগুলো সিদ্ধান্ত নেবে।প্রসঙ্গত, গত শুক্রবার (২০ জানুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, ২১ জানুয়ারি থেকে আগামী ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে।

Medical colleges closed from February 8: DG As per the decision of the government, the medical colleges of the country will also be closed till February 8, said the Director-General (DG) of the Department of Health Education, Prof. Dr. AHM Enayet Hossain. This was stated by the DG of the Department of Health Education while talking to him on Sunday (January 23) at noon.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group