শিক্ষা খবর

বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেছেন, যারা বলছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে, তারা শুধু সংবেদনশীলতা সৃষ্টি করার জন্য করছে; অন্য কিছু না। তারা নানাভাবে গুজব ছড়ায়, সব সময়ই গুজব হয়, গুজবে কান দেবেন না। যদি বন্ধ করতে হয় আমরাই বলব। প্রয়োজনে বন্ধ করব, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই প্রয়োজন অনুভুত হবে, ততক্ষণ পর্যন্ত বন্ধ করা হবে না।

শিক্ষা প্রতিষ্ঠানে যতক্ষণ সম্ভব ততক্ষণ সরাসরি শিক্ষা কার্যক্রম চলবে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে বিভ্রান্ত হওয়া যাবে না। রোববার আশুলিয়ায় একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। দীপু মনি জানান, হুট করে নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞ কমিটির মতামত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। তাই শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ হতে যাচ্ছে কিনা সে বিষয়ে চিন্তিত অভিভাবকরা। করোনা মহামারির প্রভাবের কারণে বছরের শুরুর দিন বই উৎসব হয়নি। এসএসসির ফল প্রকাশের দিনও উৎসব হয়েছে সীমিত আকারে। তবে মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরাসরি চালু আছে শিক্ষা কার্যক্রম।

শিক্ষামন্ত্রী বলেন, সব কিছু নির্ভর করছে পরিরিস্থিতির ওপর। বিশ্ববিদ্যালয়ের বিষয়েও একই মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শেষ হয়েছে, চলমান রয়েছে স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকা কার্যক্রম।

Education Minister Dipu Moni has urged the people not to listen to rumors about the closure of educational institutions due to coronavirus infection. The education minister said that those who say that the decision to close the educational institution has been taken, are doing it only to create sensitivity; Nothing else. They spread rumors in various ways, there are rumors all the time, don’t listen to rumors. If we have to stop, we will tell. I will stop if necessary, but I will not stop until that need is felt.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group