শিক্ষা খবর

বেসরকারি স্কুলে লটারির ফলাফল ২০২২ দেখবেন যেভাবে

দেশের মহানগর ও বিভাগীয় পর্যায়ের সরকারি বেসরকারি স্কুলগুলোতে লটারির মাধ্যমে ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। মহানগর ও জেলা পর্যায়ের সরকারি স্কুলগুলোর ভর্তি লটারি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি স্কুলগুলোর ভর্তির লটারি আজ রোববার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল তিনটায় নায়েমে ভর্তির লটারির আয়োজন করা হয়েছে।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারির ফল (১৩ ডিসেম্বর) বেলা ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ডিজিটাল লটারি ১২ ডিসেম্বর বেলা ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারি ১৩ ডিসেম্বর বেলা ৩টায় একই ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

বেসরকারি স্কুলে লটারির ফলাফল ২০২২ দেখবেন যেভাবে

গত ১৪ ডিসেম্বর প্রধান শিক্ষকদের কাছে পাঠানো অপর এক চিঠিতে অধিদপ্তর জানিয়েছে, ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে (http://gsa.teletalk.com.bd) থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করা ফল পাওয়ার সাথে সাথে প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাবেন। ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, মহানগর ও জেলা পর্যায়ের দুই হাজার ৯০৭ টি বেসরকারি স্কুলে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি আসনে ৩ লাখ ৬৮ হাজার ভর্তিচ্ছু প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন করেছেন। তাই ধারণা করা হচ্ছে বেসরকারি স্কুলগুলোতে আগামী শিক্ষাবর্ষে অনেক আসন শূন্যই থাকছে। গত ১৬ ডিসেম্বর পর্যন্ত বেসরকারি স্কুলগুলোতে ভর্তির আবেদন অনলাইনে গ্রহণ করা হয়েছে।

বেসরকারি স্কুলে ভর্তির আবেদন নিয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন জানান, এখন পর্যন্ত বেসরকারি স্কুলগুলোতে ৩ লাখ ৬৮ হাজার ৭০৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তারা ৭ লাখ ১৪ হাজার ৮২১টি চয়েস দিয়েছেন।

তিনি আরও জানান, মহানগর ও জেলা পর্যায়ের ২ হাজার ৯০৭ টি স্কুলের ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি আসনে কেন্দ্রীয়ভাবে ভর্তির লটারি কার্যক্রম চলছে। আসনের তুলনায় আবেদনকারী অনেক কম। এমনও হতে পারে যেসব স্কুলে ভর্তির চাহিদা নেই সে সব স্কুল কর্তৃপক্ষ বেশি আসনের চাহিদা দিয়ে থাকতে পারে।

গত ২৫ নভেম্বর থেকে সরকারি-বেসরকারি স্কুল ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়। ২১ থেকে ২৭ ডিসেম্বর বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আর ২৮ থেকে ৩০ ডিসেম্বর অপেক্ষমান তালিকা থেকে সরকারি স্কুলে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group