শিক্ষা খবরশিক্ষা নিউজ

শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ‘মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন জরুরি: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে চলমান ‘মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন জরুরি’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “জিপিএ ফাইভ পাওয়া মেধা যাচাইয়ের একমাত্র পদ্ধতি হতে পারে না।”

এ বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “সরকার সনদ সর্বস্ব, পরীক্ষা নির্ভর ও নিরানন্দ শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে কাজ করছে এবং মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের বিষয়ে ভাবছে।”

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি ও সমকাল আয়োজিত জাতীয় জীববিজ্ঞান উৎসবের ভার্চুয়াল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী।শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ‘মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন জরুরি: শিক্ষামন্ত্রী

আগের শিল্প বিপ্লবগুলো থেকে বাংলাদেশ সুবিধা নিতে পারেনি উল্লেখ করে তিনি আরো বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের আমরা সফল অংশীদার হতে চাই। পাশাপাশি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর যথাযথ সুফল আমরা নিতে পারিনি। তাই আগামী ১০ বছরে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সুফল নিতে হবে।

এই দুই ক্ষেত্রে সফল অংশীদার হতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।
তিনি বলেন, এ জন্য শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি। এ লক্ষ্যে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সভাপতি ড. মোহম্মদ শহীদুর রশীদ ভূঁইয়া, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি প্রমুখ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group