তথ্যপ্রযুক্তি

ফ্রি কল মিনিট ও ডাটা (ইন্টারনেট) দিচ্ছে রবি

করোনা মহামারির কারণে চলমান লকডাউনে যারা মোবাইল ফোনে রিচার্জ করতে পারেননি তাদের ফ্রি কল মিনিট ও ডাটা (ইন্টারনেট) দেবে রবি। জরুরি প্রয়োজনের দিকটি মাথায় রেখে এ অফারটির আওতায় ১০ মিনিট টকটাইম ও ১০০ এমবি (মেগাবাইট) ডাটা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

রবির এক কোটিরও বেশি গ্রাহক এই অফারটি উপভোগ করতে পারবেন।2122# or ২১২২# কোড ডায়াল করে এই অফারটি অ্যাক্টিভ করা যাবে। তিনদিন মেয়াদি এই অফারটি গ্রাহকরা একবার নিতে পারবেন।ফ্রি কল মিনিট ও ডাটা (ইন্টারনেট) দিচ্ছে রবি

প্রসঙ্গত, গত বছরও লকডাউনের সময় রবি তার গ্রাহকদের টকটাইম ও ডাটা উপহার দিয়েছিল।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group