শিক্ষা খবর

মাসি পিসি গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর

মাসি পিসি গল্পের সৃজনশীল প্রশ্ন ও উত্তর

মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায় গল্পটি একটি মানবিক জীবন যুদ্ধের গল্প। স্বামীর নির্মম নির্যাতনের কারণে মাতা পিতাহীন আহ্লাদি মাসি পিসির কাছে থাকে এবং তারা সকল অত্যাচার সহ্য করে আহ্লাদিকে আগলে রাখে।

মন্বন্তর, যুদ্ধের পরেও বাংলাদেশের কৃষকরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ফসলের ভাগের ক্ষেত্রে চার ভাগের মধ্যে তিন ভাগের দাবি নিয়ে তুমুল আন্দোলন গড়ে তুলেছিল, এটাই তেভাগা আন্দোলন। স্বভাবতই এই দাবি জোতদার, জমিদারেরা স্বীকার করতে পারেনি। এ নিয়ে দুপক্ষের মধ্যে সশস্ত্র লড়াইও হয়েছিল। জোতদার জমিদারের পক্ষে ছিল তাদের লেঠেল গুন্ডা এবং পুলিশ দারোগা। আর কৃষকের পক্ষে ছিল তাদের সংহতি; সংখ্যায় যারা বেশি হলেও নির্যাতিত। তবে নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদও এসেছে সর্বস্তর থেকে। অশিক্ষিত, গরিব, কৃষক, নারী পুরুষের উত্তাল সমুদ্রের সামনে নত হয়েছে শোষক সমাজ।

ক. বেমক্কা কী?

খ. মাসি-পিসি খালি ঘরে আহ্লাদিকে রেখে যাওয়ার সাহস পায় না কেন?

গ. উদ্দীপকটি ‘মাসি-পিসি’ গল্পের সাথে কীভাবে সম্পর্কযুক্ত তা ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের শেষ বাক্যটি ‘অশিক্ষিত, গরিব, কৃষক, নারী-পুরুষের উত্তাল সমুদ্রের সামনে নত হয়েছে শোষক সমাজ।’ ‘মাসি-পিসি’ গল্পের চরিত্রগুলোর আলোকে তা বিশ্লেষণ করো।

২ নম্বর প্রশ্নের উত্তর

ক. বেমক্কা শব্দের অর্থ হলো- অসংগত।

খ. আহ্লাদির নিরাপত্তার কথা ভেবে মাসি-পিসি তাকে ঘরে রেখে বাইরে কোথাও যাওয়ার সাহস পায় না।

স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য আহ্লাদি বাবার বাড়ি চলে আসে এবং মাসি-পিসির কাছে আশ্রয় গ্রহণ করে। কিন্তু এখানেও তার নিরাপত্তা নেই। গ্রামের জোতদার, দারোগা ও গুন্ডা-বদমায়েশদের লালসার দৃষ্টি পড়ে তার ওপর। তাই খালি ঘরে আহ্লাদিকে রেখে কোথাও যাওয়ার সাহস তাদের হয় না। দুজনে মিলে কোথাও যেতে হলে আহ্লাদিকে তারা সাথে নিয়ে যায়।।

গ. উদ্দীপকটি সমাজের জোতদার-জমিদারদের অত্যাচারের দিক থেকে ‘মাসি-পিসি’ গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ।

‘মাসি-পিসি’ গল্পে সমাজের জোতদার প্রভাবশালীদের দুর্বলের প্রতি অত্যাচারের চিত্র ফুটে উঠেছে। নিজেদের প্রভাব, লিপ্সা চরিতার্থ করার জন্য সমাজের ক্ষমতাশীলরা সর্বদাই নির্যাতন করে নিচু তলার লোকদের ও দুর্বলদের। তাদের সাথে কিছু গুন্ডা-বদমায়েশ সহযোগী হিসেবে কাজ করে। উদ্দীপকেও জোতদার-জমিদারদের অত্যাচারের চিত্র উঠে এসেছে। তেভাগা আন্দোলনে কৃষকরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করেছিল। কিন্তু ফসলের ন্যায্য দাবিদার হওয়া সত্ত্বেও কৃষকের এই যৌক্তিক দাবিকে অস্বীকার করে জোতদার-জমিদারেরা। এ নিয়ে সংঘর্ষ শুরু হলে লাঠিয়াল, গুন্ডা, পুলিশ-দারোগারা তাদের পক্ষ অবলম্বন করে। ফলে অসহায় কৃষকের ওপর চলে শোষণ ও নির্যাতন। ‘মাসি-পিসি’ গল্পের জোতদার প্রভাবশালীদের অত্যাচারের বিষয়টিই উদ্দীপকে উপস্থাপিত হয়েছে। সেখানেও আহ্লাদি স্বামীগৃহ থেকে নির্যাতিত হয়ে মাসি ও পিসির কাছে আশ্রিত হয়। অসহায়ত্বের সুযোগে তাদের ওপর সমাজের জোতদার, পুলিশ, গুন্ডারা হামলে পড়ে। তারা বুঝতে পারে মাসি-পিসি বিধবা ও অসহায় নারী। সেই সুযোগে আহ্লাদিকে তারা কব্জায় নিতে চায়। সুতরাং, দুর্বলের প্রতি সবলের অত্যাচারের দিক দিয়ে উদ্দীপকটি ‘মাসি-পিসি’ গল্পের সঙ্গে সম্পর্কিত।

টর্ট আইন

ঘ. ‘অশিক্ষিত, গরিব, কৃষক, নারী-পুরুষের উত্তাল সমুদ্রের সামনে নত হয়েছে শোষক সমাজ’ – উদ্দীপক ও ‘মাসি-পিসি’ গল্পের আলোকে মন্তব্যটি যথার্থ।

‘মাসি-পিসি’ গল্পে শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। জোতদার, দারোগা, গুন্ডাদের বিরুদ্ধে মাসি ও পিসির রুখে দাঁড়ানোর মাধ্যমে সেই প্রভাব প্রত্যক্ষ করা যায়। তাদের প্রতিবাদ ও দৃঢ়তার মুখে সমাজে সেই প্রভাবশালী ও তাদের সহযোগীরা পিছু হটতে বাধ্য হয়।

উদ্দীপকের বর্ণনায় ফুটে উঠেছে শোষিত-বঞ্চিত-নির্যাতিত মানুষের আন্দোলনের সফলতা। তেভাগা আন্দোলনে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ভাগ দাবি করে আন্দোলন করেছিল। কিন্তু জোতদার-জমিদারেরা তা অস্বীকার করে তাদের ওপর নির্যাতন শুরু করে। লাঠিয়াল, গুন্ডা, পুলিশ, দারোগারা জোতদারদের পক্ষ অবলম্বন করে অত্যাচার বাড়াতে থাকে। তখন অশিক্ষিত কৃষক, নারী-পুরুষ উত্তাল হয়ে উঠলে মাথা নত করতে বাধ্য হয় শোষক সমাজ।

‘মাসি-পিসি’ গল্পের অবস্থা পর্যালোচনায়ও শোষিত মানুষের প্রতিবাদের জয় প্রত্যক্ষ করা যায়। গল্পে স্বামীর নির্যাতনে প্রত্যাবর্তনকারী আহ্লাদি তার মাসি ও পিসির কাছে আশ্রয় গ্রহণ করে। কিন্তু সেখানে সে নির্বিঘ্নে থাকতে পারে না। সমাজের জোতদার, চৌকিদার, দারোগা, গুন্ডা, বদমায়েশরা তাকে পেতে অপতৎপরতা শুরু করে। তারা মনে করে মাসি ও পিসি যেহেতু বিধবা, অসহায় নারী, তাদের কাছ থেকে আহ্লাদিকে নিয়ে যাওয়া কোনো ব্যাপার হবে না। তাই তারা রাতের বেলা কূট-কৌশল ও জোর জবরদস্তির মাধ্যমে আহ্লাদিকে নিতে আসে। কিন্তু মাসি ও পিসি সাহস নিয়ে দা-কাটারি হাতে বের হয়। আশপাশের লোকদের হাঁকডাক দিয়ে আহ্বান জানালে সবাই ছুটে আসে। সকলের এই জাগরণ দেখে উদ্দীপকের মতো এখানকার শোষক জোতদার, গুন্ডা-বদমায়েশরাও পালিয়ে যায়। উদ্দীপক ও আলোচ্য গল্পের ঘটনায় দেখা যায়, নারী পুরুষের উত্তাল সমুদ্রের সামনে মাথা নত করতে হয় শোষকদের।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group