প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা খবর

জৈব সংশ্লেষণ এবং বিক্রিয়া কৌশল প্রিমিয়াম সাজেশন মাস্টার্স ফাইনাল বর্ষ ২০২৪ বিভাগঃ রসায়ন (৩১২৮০৩)

মাস্টার্স ফাইনাল বর্ষ ২০২৪
বিভাগঃ রসায়ন
(জৈব সংশ্লেষণ এবং বিক্রিয়া কৌশল: ৩১২৮০৩)
প্রিমিয়াম সাজেশন

খ-বিভাগ 
১। উদাহরণসহ বিভিন্ন প্রকার পেরিসাইক্লিক বিক্রিয়ার সংজ্ঞা দাও। ১০০%
২। পেরিসাইক্লিক বিক্রিয়ার মূলনীতি আলোচনা কর। ১০০%
৩। টার্গেট যৌগ সংশ্লেষণের পথ নির্ধারণ পদ্ধতি আলোচনা কর। ১০০%
৪। N-অক্সাইড প্রস্তুতির দু’টি পদ্ধতি লেখ। ১০০%
৫। উলফ-কিশনার বিজারণ বিক্রিয়ার কৌশল। ১০০%
৬। দেখাও যে, মারকিউরিক এসিটেট দ্বারা অ্যালকিনের জারণ ক্রিয়া রিজিওসেলেকটিভ। ১০০%
৭। সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা কিটোনের জারণ ক্রিয়ার কৌশল আলোচনা কর। ১০০%
৮। প্যারাসিটামলের রেট্রোসিনথেসিস বর্ণনা কর। ১০০%
৯। ট্যাক্সলের ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখ কর। ৯৯%
১০। ডায়েলস-অ্যালডার বিক্রিয়ায় উৎপাদ স্থিতিশীল কিন্তু Endo-উৎপাদ প্রাধান্য পায়- ব্যাখ্যা কর। ৯৯%
১১। ক্র্যাম নীতি কী? উদাহরণসহ ব্যাখ্যা কর। ৯৯%
১২। স্টেরিওসিলেকটিভ ও এনানসিওসিলেকটিভ বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। ৯৯%
১৩। স্টেরিওসিলেকটিভ বিক্রিয়া ও স্টেরিওস্পেসিফিক বিক্রিয়ার তুলনা কর। ৯৯%
১৪ ১৫। কার্বন-কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগে Br, এর সংযোজন বিক্রিয়া স্টেরিওসিলেকটিভ এবং অ্যান্টি 100%-ব্যাখ্যা কর। ৯৯%
। অ্যালকিনে পার এসিড দ্বারা হাইড্রোক্সিলেশন বিক্রিয়ার অ্যান্টি সংযোজন স্টেরিওসেলেকটিভ ব্যাখ্যা কর। ৯৯%

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) ১, ৩-বিউটাডাইনের HOMO ও LUMO বর্ণনা কর। ১০০%
(খ) উদাহরণসহ কনরোটেটরী ও ডিসরোটেটরী ঘূর্ণন আলোচনা কর। ১০০%
২। (ক) হাকেলের এপ্রোক্সিমেশন বলতে কী বুঝ? যৌগের আণবিক তত্ত্বে HMO- এর প্রয়োগ লেখ। ১০০%
(খ) অনুরণন শক্তি উদাহরণসহ আলোচনা কর। ১০০%
৩।(ক) (2n-2) চাক্রিক সংযোগ তাপীয়ভাবে সম্ভব নয়, অথচ আলোক রাসায়নিকভাবে সম্ভব-উদাহরণ সহব্যাখ্যা কর। ১০০%
(খ) কুলম্ব ইন্টিগ্রাল ও রেজোন্যান্স ইন্টিগ্রাল ব্যবহার করে বিউটাভাইনের রেজোন্যান্স শক্তি নির্ণয় কর।
৪। (ক) HOMO ও LUMO কী? 1, 3, 5- হেক্সা-ট্রাই-ইনেরর HOMO ও LUMO বর্ণনা কর। ১০০%

(খ) সিগমাট্রপিক সরণ কী? দেখাও যে, [1, 5] – সিগমাট্রপিক সরণ সুপ্রাফেসিয়াল এবং [1, 3]- সিগমাট্রপিক সরণ অ্যান্টারাফোসিয়াল। ১০০%

৫। (ক) কিটিন প্রস্তুতির দুটি পদ্ধতি লিখ। ১০০%
( খ) হফম্যান পুনর্বিন্যাস বিক্রিয়ার কৌশল লেখ। ১০০%
৬ । (ক) বেনজিলিক এসিড পুনর্বিন্যাস বিক্রিয়ার কৌশল ও প্রয়োগ লিখ। ১০০%
(খ) জৈব যৌগ সংশ্লেষণে (1) জৈব টিন ও (ii) জৈব অ্যালুমিনিয়াম যৌগসমূহের ভূমিকা আলোচনা কর। ১০০%
৭। (ক) জৈব যৌগ সংশ্লেষণে (1) জৈব জিংক (ii) জৈব টিন যৌগসমূহের ভূমিকা আলোচনা কর। ১০০%
(খ) ক্ষার ধাতুর জৈব ধাতব যৌগগুলো C-M (কার্বন-ধাতু) বন্ধনের প্রকৃতি আলোচনা কর। ১০০%
৮। (ক) জৈব যৌগ সংশ্লেষণ (ii) জৈব সিলিকন যৌগসমূহের ভূমিকা লিখ। ১০০%
( খ) জৈব বোরণ যৌগগুলো অম্লীয় প্রকৃতির কেন? ১০০%
৯। (ক) হাইড্রোবোরেশন জারণ প্রক্রিয়ার কৌশল ও স্টেরিওরসায়ন আলোচনা কর। ৯৯%
(খ) ইপোক্সাইড গঠনে মাধ্যমে অ্যালকিনের সিস ও ট্রান্স হাইড্রোক্সিলেশনের কৌশল লেখ। ৯৯%

১০। (ক) অক্সিমারকিউরেশন ও ডিমারকিউরেশন উদাহরণসহ ব্যাখ্যা কর। ৯৯%
( খ) টারগেট যৌগ, সংশ্লেষক ও সংশ্লেষণীয় সমতুল কাকে বলে? উদাহরণসহ লিখ। ৯৯%
১১। (ক) স্টেরিও সেলেকটিভ ও এনানসিওসেলেকটিভ বিক্রিয়া; ৯৯%
(খ) রাসায়নিক বিক্রিয়ার কৌশল নির্ণয়ে স্টেরিওরসায়নের ব্যবহার অতি প্রয়োজনীয়-ব্যাখ্যা কর। ৯৯%
১২। (ক) পেনিসিলিন কী? এর গাঠনিক সংকেত ও ব্যবহার লেখ। ৯৯%
(খ) জৈবিক গুরুত্বপূর্ণ জৈব যৌগের সংশ্লেষণ পরিকল্পনায় পশ্চাৎগামী সংশ্লেষণের ব্যবহার আলোচনা কর। ৯৯%
১৩। (ক) জারণ ও বিজারণ উভয় বিক্রিয়া সংঘটিত হয় এমন পাঁচটি বিক্রিয়ার উদাহরণ দাও। ৯৯%
(খ) অ্যাসাইলোইন বিক্রিয়া কী? উদাহরণসহ কৌশল দেখাও। ৯৯%
১৪। (ক) জৈব-সংশ্লেষণে কার্বনের দুটি প্রয়োগ উদাহরণসহ ব্যাখ্যা কর। ৯৯%
(খ) গ্রিগনার্ড বিকারক দ্বারা দুটি জৈব যৌগ সংশ্লেষণে এর ভূমিকা ব্যাখ্যা কর। ৯৯%
১৫। (ক) বন্ধনীয়, বিবন্ধনীয় ও অবন্ধনীয় আণবিক অরবিটাল বলতে কী বুঝ? চিত্রসহ দেখাও

(খ) ডিয়েলস্-অ্যালডার বিক্রিয়ার ক্রিয়া-কৌশল আলোচনা কর। ৯৯%

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group