শিক্ষা খবর

বাংলা প্রবন্ধ মাস্টার্স ফাইনাল “বাংলা” শর্ট্কাট সাজেশন্স

প্রিমিয়াম সাজেশন
বাংলা প্রবন্ধ মাস্টার্স ফাইনাল “বাংলা” শর্ট্কাট সাজেশন্স
বিষয়ের নাম:বাংলা প্রবন্ধ
বিষয় কোড : ৩১১০০৯

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions)
১. “সমাজের ধর্মই হচ্ছে, প্রত্যেকের স্বধর্ম নষ্ট করা।”- ব্যাখ্যা কর।
২. “সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত হন।”- – উক্তিটি বিশ্লেষণ কর।
৩. “ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে, কলমের মুখ হতে মানুষের মুখে নয়।”-উক্তিটির তাৎপর্য লেখ।
৪. কাব্যে শ্লী লতা-অশ্লীলতা বিষয়ে প্রমথ চৌধুরীর অভিমত কী?
৫. ‘যৌব নে দাও রাজটিকা’ প্রবন্ধ অবলম্বনে ‘দেহের যৌবন’ ও ‘মনের যৌবন’-এর পার্থক্য নির্দেশ কর।
৬. ‘পিপাসা’ প্রবন্ধে কারবালার বিষাদময়তা সম্পর্কে প্রাবন্ধিকের অভিমত কী?
৭. “সুগৃহিণী হওয়ার জন্যও প্রয়োজন সুশিক্ষার”- উক্তিটির যথার্থতা বিচার কর।
৮. ‘বাস্তবিক অলংকার দাসত্বের নিদর্শন ভিন্ন আর কিছুই নহে।’-প্রাবন্ধিকের এ উক্তিটি ব্যাখ্যা কর।
৯ . সমাজ এবং রাষ্ট্রের উন্নতির জন্য বেগম রোকেয়ার পরামর্শ কী?
১০. “দাসকে দাস বললে, অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ।”-প্রাবন্ধিক কেন এ কথা বলেছেন?
১১. ‘মন্দির ও মসিজদ’ প্রবন্ধে প্রাবন্ধিক কাদেরকে এবং কেন ‘ধর্মমাতাল’ বলেছেন?
১২. রেনেসাঁ সম্পর্কে কাজী আবদুল ওদুদ যে অভিমত ব্যক্ত করেছেন তা। নিজের ভাষায় লেখ।
১৪. কাজী আবদুল ওদুদের দৃষ্টিতে নজরুল ইসলামের সাহিত্যিক জীবনের স্তর কয়টি ও কী কী?
১৩. বাংলার জাগরণে রামকৃষ্ণ পরমহংসের ভূমিকা ব্যাখ্যা কর।
১৫. ‘সম্মোহিত মুসলমান’ প্রবন্ধের মূল বক্তব্য উপস্থাপন কর।

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions)
১. প্রমথ চৌধুরীর সাহিত্য বিষয় প্রবন্ধের বৈশিষ্ট্য আলোচনা কর।
২. প্রমথ চৌধুরীর প্রবন্ধের বিষয়বস্তু ও ভাষারীতির অভিনবত্বের পরিচয় দাও।
৩. ‘বই পড়া’ প্রবন্ধের মূল বিষয় আলোচনা কর।
8. “নারীমুক্তি ছিল বেগম রোকেয়ার জীবনের ব্রত।”- উক্তিটির উক্তিটির যথার্থ যথার্থ মূল্যায়ন কর।
৫. রোকেয়া সাখাওয়াৎ হোসেনের ‘সুলতানার স্বপ্ন’ প্রবন্ধের মূলবক্তব্য লিখ।
৬. একজন প্রাবন্ধিক হিসেবে কাজী নজরুল ইসলামের মূল্যায়ন কর।
৭. “রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তাঁর মনের কথা ব্যক্ত হয়েছে।”-
৮. নজরুল ইসলামের ‘যুগবাণী’ প্রবন্ধ গ্রন্থে যে বিচিত্র বিষয়ের সমাবেশ ঘটেছে তার পরিচয় দাও।
৯. ‘রুদ্র-মঙ্গল’ প্রবন্ধগ্রন্থের আলোকে কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনার স্বরূপ বিশ্লেষণ কর।
১০. ‘হিন্দু-মুসলমান’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম হিন্দু-মুসলমানের সমস্যার স্বরূপ তুলে ধরেছেন তা আলোচনা কর।
১১. মুক্তবুদ্ধির প্রবর্তক হিসেবে কাজী আব্দুল ওদুদের কৃতিত্ব মূল্যায়ন
১২. কাজী আবদুল ওদুদের ‘কালিদাস ও রবীন্দ্রনাথ’ প্রবদ্ধ অবলম্বনে এ দু’কবির তুলনামূলক আলোচনা কর।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group