শিক্ষা খবরশিক্ষা নিউজ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফি মওকুফ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফি মওকুফ।নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের সেমিস্টার ফি ও পরীক্ষার ফি অর্ধেক মওকুফ এবং হলের আবাসন ফি পূর্ণ মওকুফ করা হয়েছে। ফলে অর্ধেক ফি দিয়ে সেমিস্টার ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। এ ছাড়াও, আবাসিক হলে থাকার ক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসিক ফি দিতে হবে না। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের সেমিস্টার ফি ও পরীক্ষার ফি অর্ধেক মওকুফ এবং হলের আবাসন ফি পূর্ণ মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের নোটিশে এসব জানানো হয়।

Noakhali University of Science and Technology has waived the fee for students with disabilities. With the approval of Noakhali University of Science and Technology (NUSTU), the semester fee and examination fee of students with disabilities studying in different academic years of the university have been waived and half of the hall accommodation fee has been waived. As a result, students with disabilities will be able to participate in semesters and examinations for half the fee. In addition, students with disabilities do not have to pay a residential fee to stay in a residential hall. Noakhali University of Science and Technology (NOUST) has waived half of the semester fee and examination fee for students with disabilities studying in different academic years and the hall accommodation fee has been fully waived. This was informed in the notice of the Registrar’s Office of the University.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group