ক্যাম্পাস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির সকল ক্লাস অনলাইনে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) সকল ক্লাস এখন থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে পরিচালিত হবে। এ সময় সশরীরে সব ক্লাস বন্ধ থাকবে। (২১ জানুয়ারি ২০২২) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জরুরি সভার সিদ্ধান্তে বলা হয়—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের সশরীরে শিক্ষা কার্যক্রম ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা রাখা এবং হলগুলোয় শিক্ষার্থীদের ইন্টারনেট সেবা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সব ক্লাস ও পরীক্ষা কার্যক্রম অনলাইনে নেওয়া সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে খোলা থাকবে আবাসিক হল।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ।

তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যে যেখানে আছে, সেখানেই যেন নিরাপদ থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করে। সেশনজট নিরসনে ক্লাস ও পরীক্ষা অনলাইনে চলবে। আবাসিক হলগুলো খোলাই থাকবে, তবে জনসমাগম এড়ানোর জন্য টিএসটির নিচতলা বন্ধ রাখার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবহনের জন্য সব বাস চলাচল বন্ধ থাকবে। আমাদের শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে, সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অপরদিকে, করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় দেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের শনিবারের (২২ জানুয়ারি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয়।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি বাস্তবতার কারণে ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের সব পরীক্ষা কর্তৃপক্ষের আদেশক্রমে স্থগিত ঘোষণা করা হলো। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group