ক্যাম্পাসভর্তি তথ্য

২১ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা

আগামী ২১ মে থেকে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ প্রস্তাবনা দেওয়া হয়েছে। ভর্তি কমিটির আগামী সভায় বিষয়টি চূড়ান্ত হবে।

বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২১ মে ক-ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ২২ মে হবে খ-ইউনিটের পরীক্ষা হবে। গ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ঘ ইউনিটের পরীক্ষা ২৮ মে অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদ-ভুক্ত চ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন।

তিনি আরও জানান,অনার্স ১ম বর্ষ ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ৮ মার্চ থেকে, যা চলবে ৩১ মার্চ পর্যন্ত। ভর্তির আবেদন ফি-র টাকা জমা দেওয়ার শেষ দিন পহেলা এপ্রিল।
জানা গেছে, এবছরের ভর্তি পরীক্ষা দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত হবে। নতুন মানবন্টনে ৬০ নম্বরের এমসিকিউ, ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। সব পরীক্ষা সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group