উন্মুক্ত বিশ্ববিদ্যালয়পরীক্ষার রুটিন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অনার্স পরীক্ষার রুটিন 2022

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অনার্স পরীক্ষার রুটিন 2022 প্রকাশিত হবে। এরপর আগামী ২৫ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়টির অনার্স পর্যায়ের পরীক্ষা শুরু হবে। শুক্রবার (১৪ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, আমদের সকল শিক্ষার্থীর সুবিধা বিবেচনা করে রুটিন প্রস্তুত করেছি। রুটিন অনুযায়ী প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারের পরীক্ষা একটানা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নিয়ন্ত্রক (ইনচার্জ) এ এস এম নোমান আলম বলেন, আগামী ২৫ নভেম্বর পরীক্ষা শুরু হবে। আগামী ১৮ অক্টোবর রোববার পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।

চাকরিজীবী শিক্ষার্থীরা বলছেন, কিছু দেরিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে বেশিরভাগ শিক্ষার্থীর সুবিধা পাবেন। পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন। এদিকে বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রের সামনে শুক্রবার সকালে শিক্ষার্থীরা মানববন্ধন করে রুটিন প্রকাশের দাবি করেন। শিক্ষার্থীদের দাবি ছিল, প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম সেমিস্টারের পরীক্ষার রুটিন আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা নিতে হবে। পরীক্ষা কার্যক্রম সেমিস্টারের নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্ভুক্ত রাখতে হবে।

সকালে শিক্ষার্থীদের মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়টির সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের পরীক্ষার রুটিন শিগগিরই প্রকাশের আশ্বাস দেন এবং শিক্ষার্থীরা আঞ্চলিক কেন্দ্র থেকে ফিরে যান।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group