বিসিএসশিক্ষা নিউজ

৪৪তম বিসিএসে আবেদন সাড়ে তিন লাখ ছাড়িয়েছে

৪৪তম বিসিএসে আবেদন সাড়ে তিন লাখ ছাড়িয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে এ বিসিএসের আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছিল। গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইনে আবেদন শুরু হয়।প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।৪৪তম বিসিএসে নেওয়া হবে ১ হাজার ৭১০ জনকে। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নেওয়া হবে, ৭৭৬ জন। প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৭ মে।৪৪তম বিসিএসে আবেদনকারী প্রার্থীর সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, গত বুধবার এই বিসিএসে আবেদনের সময় শেষ হয়।পিএসসি সূত্র আজ রবিবার জানিয়েছে, ৪৪তম বিসিএসে মোট আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

Applications in the 44th BCS have crossed 3.5 lakh. The application period for A BCS was extended by a month as the final examination at the national university was not over. The online application for the 44th BCS began on December 30 last year. The last date for the first round of applications was January 31. The PSC later extended it to March 2. In the 44th BCS, 1,710 people will be taken. Of these, the highest number will be taken in the education cadre, 776. The preliminary examination will be held on May 27. The number of candidates applying for the 44th BCS has crossed 3.5 lakh. According to the Bangladesh Public Service Commission (PSC), the application period for the BCS ended on Wednesday. PSC sources said on Sunday that a total of 3,50,716 people have applied for the 44th BCS.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group