বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯ম ধাপে ভর্তি শুরু কাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯ম ধাপে ভর্তি শুরু কাল।নির্দিষ্ট সংখ্যক আসন পূরণ না হওয়ায় ৯ম ধাপে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে ২০২০-২১ সেশনে ৯ম ধাপের ভর্তি শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।এছাড়া কোটায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের দুপুর ১২টা থেকে ভর্তির জন্য ডাকা হয়েছে।

এতে এ ইউনিটে মুক্তিযোদ্ধা কাটায় ২০১ থেকে ৪০০ পর্যন্ত, ডিজেবল কোটায় ৩৬ থেকে ৫৩, বি ইউনিটে বিজ্ঞান শাখায় ৬১ থেকে ১১৫, আদিবাসী কোটায় ১৮ থেকে ২৭, মানবিক শাখায় মুক্তিযোদ্ধা কোটায় ১০১ থেকে ১৯২, ডিজেবল কোটায় ৩১ থেকে ৪৫, বাণিজ্য শাখায় ডিজেবল কোটায় ৮ থেকে ১৯ পর্যন্ত ডাকা হয়েছে। তবে আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। এতে বলা হয়, (৮ মার্চ) সকাল ৯টায় এ ইউনিটে বিজ্ঞান শাখা থেকে মেধাতালিকা থেকে ৭৪৫৬ থেকে ৮১৫৫ পর্যন্ত ডাকা হয়েছে। একই দিন সকাল ১১টায় বি ইউনিটে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনে ১৮২১ থেকে ২০২০ পর্যন্ত মেধা তালিকায় স্থান প্রাপ্তদের ডাকা হয়েছে। মানবিক শাখার শিক্ষার্থীদের ১৭৯৫ থেকে ১৮১৪ পর্যন্ত মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের ডাকা হয়েছে।

Admission to Shahjalal University of Science and Technology in the 9th phase will begin tomorrow. Shahjalal University of Science and Technology (Shabiprabi) administration has released the admission notice in the 9th phase as a certain number of seats have not been filled. The 9th phase of admissions will begin on Tuesday (March 8) from 9 am in the 2020-21 session. This information is available from the university’s website. Apart from this, the students seeking admission in Kota have been called for admission from 12 noon.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group