৭ কলেজরেজাল্ট

সাত কলেজের ভর্তি ফলাফল প্রকাশ ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) রাত ৯টার পরে এ রেজাল্ট প্রকাশিত হয়। ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘অধিভুক্ত সাত কলেজের বিষয় মনোনয়ন (১ম তালিকা) প্রকাশ করা হয়েছে।

মাইগ্রেশন ও ভর্তির জন্য করণীয় এ সপ্তাহে ওয়েব সাইটে প্রকাশ করা হবে।’’ ফল প্রকাশের পর বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন।

The first merit list of seven government colleges affiliated to Dhaka University (DU) for admission in the first year of graduation of the academic year 2020-21 has been published. The results were released after 9 pm on Sunday (January 18). Following the release of the results, the university’s admissions website said in a statement, “The subject nominations (1st list) of the seven affiliated colleges have been published. What to do for migration and admission will be published on the website this week. Md. Mostafizur Rahman said that the admissions can go to the university’s admissions website and log in to see the results.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group