বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্যভর্তি রেজাল্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ও রেজাল্ট ২০১৯-২০২০ সেশন নিয়ে আজকে আলোচনা করা হবে। Jahangirnagar University Honours 1st Year Admission Notice And JU Result Circular 2019-2020 Session Published.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ৮ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। জাবি আবেদন প্রক্রিয়া শেষে ২২ সেপ্টেম্বর থেকে জাবি অনার্স ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০১৯-২০২০

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য https://ju-admission.org/ নিশ্চিত করেন।

গুরুত্বপূর্ণ তারিখসমুহঃ
অন-লাইন আবেদনের শেষ তারিখ
:
৭ সেপ্টেম্বর ২০১৯ রাত ১১:৫৯ মিনিট
আবেদন ফি পরিশোধের শেষ তারিখ
:
৯ সেপ্টেম্বর ২০১৯ রাত ১১:৫৯ মিনিট
প্রবেশপত্র সংগ্রহের শেষ তারিখ
:
১৮ সেপ্টেম্বর ২০১৯ রাত ১১:৫৯ মিনিট
ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ
:
২২-০৯-২০১৯ থেকে ০৩-১০-২০১৯ তারিখ পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2019

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2019

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
রোববার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভা শেষে তিনি জানান, গতবারের মতো এবারও অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ৬-৭ আগস্ট Admission বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।

কিভাবে SMS এর মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় -এ ২০১৬-২০১৭ শিক্ষাবর্য়ের ভর্তি পরীক্ষার আবেদন করবেন?
SMS পদ্ধতি:
প্রথম ধাপ- এই ধাপে একটা টেলিটক সিম যুক্ত মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় -এর নামের কোড (JU) <Space> এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক রোল নম্বর <Space> এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পাশের সন <Space> এসএসসি (ssc) বা মাধ্যমিকি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> এসএসসি (ssc) বা মাধ্যমিকি রোল নম্বর <Space> এসএসসি (ssc) বা মাধ্যমিকি পাশের সন <Space> বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটের ফরম তুলবেন তার কীওয়ার্ড। এবার পাঠিয়ে দিন 16222 নম্বরে।

ধরুণ আপনি, ঢাকা বোর্ড থেকে 2019 সালের এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনার রোল ১২৩৪৫৬ এবং 2018 সালের এসএসসি (ssc) বা মাধ্যমিকি পরীক্ষায় আপনার রোল ছিল ৭৮৯০১২ তাহলে আপনাকে SMS এ লিখতে হবে – JU DHA 123456 2014 DHA 789012 2019 A (শেষের A হল আপনি A ইউনিটের ফরম তুলতে চাচ্ছেন)।

আবেদনের ন্যূনতম যোগ্যতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ টি ইউনিটের জন্য রয়েছে আলাদা আলাদা আবেদনের যোগ্যতা । নূন্যতম যোগ্যতা না থাকলে কোন প্রার্থী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group