বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮ মার্চ শেষ ধাপে ভর্তি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮ মার্চ শেষ ধাপে ভর্তি।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ সালে প্রথমবর্ষের ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে মঙ্গলবার (৮ মার্চ)। ওইদিন দুই ইউনিটের সাধারণ ও কোটায় ভর্তির মাধ্যমে শেষ হবে এবারের ভর্তি প্রক্রিয়া।রোববার (৬ মার্চ) ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. মুশতাক আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘অল্পকিছু আসন ফাঁকা রয়েছে। আগামী ৮ মার্চ ফাঁকা আসনগুলোতে ভর্তির জন্য নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীদের ডাকা হয়েছে। ওইদিনই শেষ হবে ২০২০-২১ সালের ভর্তি কার্যক্রম।

এছাড়া দুপুর ১২টায় ‘এ-১’ ইউনিটের মুক্তিযোদ্ধা কোটা থেকে ২০১-৪০০ পর্যন্ত ও প্রতিবন্ধী কোটা ৩৬-৫৩ পর্যন্ত ক্রমিকে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।অন্যদিকে ‘বি’ ইউনিটের বিজ্ঞান বিভাগ থেকে মুক্তিযোদ্ধা কোটায় ৬১-১১৫ পর্যন্ত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১৮-২৭ পর্যন্ত, মানবিক বিভাগের মুক্তিযোদ্ধা কোটায় ১০১-১৯২ পর্যন্ত ও প্রতিবন্ধী কোটায় ৩১-৪৫ পর্যন্ত এবং বাণিজ্য বিভাগে শুধু প্রতিবন্ধী কোটায় ৮-১৯ পর্যন্ত ক্রমিকে অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ মার্চ সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ-১’ ইউনিটে ৭৪৫৬-৮১৫৫ পর্যন্ত ক্রমিকে থাকা শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।বেলা ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে ১৮২১-২০২০ পর্যন্ত ও মানবিক বিভাগের ১৭৯৫-১৮১৪ পর্যন্ত ক্রমিকে অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

Shahjalal University of Science and Technology is admitted in the last phase on March 8. The admission process for the first year of Shahjalal University of Science and Technology (Shabiprabi) in 2020-21 will end on Tuesday (March 8). On that day, the admission process will end with the general and quota admission of the two units. This information was given by the chairman of the admission committee, Prof. Dr. Mushtaq Ahmed on Sunday (March 6). He said: “There are a few vacant seats. A certain number of students have been called for admission to the vacant seats on March 8. On the same day, the admission process for 2020-21 will end.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group