বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সিলেবাস স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে হবে চূড়ান্ত

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সিলেবাস স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে হবে চূড়ান্ত।তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সালের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি সিলেবাস স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিসে চূড়ান্ত হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সমন্বিত ভর্তি কমিটি। কমিটির সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির অনুরোধ সামনে রেখে সিদ্ধান্ত নেয়া হবে।২০২০-২১ সালের এই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম প্রায় শেষের দিকে। আগামী ৩ মার্চ থেকে এই বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। আর ওইদিনই ২০২০-২১ সালের সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ করবে ভর্তি কমিটি। এরপর ২০২১-২২ সালের নতুন কমিটি গঠন করা হবে।

এবিষয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাস বলেন, চলতি বছরের ভর্তি পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। গেল বছরের ভর্তি কার্যক্রম প্রায় শেষের দিকে। এটি শেষ করেই আমরা চলতি বছরের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিতে সভা করবো। সভায় মাননীয় মন্ত্রীর অনুরোধ সামনে রেখে আমরা সিদ্ধান্ত নেয়া হবে। (২০২০-২১ সালে) সভাপতি ও চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, পরীক্ষা প্রিলি হবে নাকি রিটেন হবে; সিলেবাস সংক্ষিপ্ত নাকি পুরো হবে;

সাবজেক্ট কি এসব বিষয়গুলো স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে নতুন ভর্তি কমিটি তা বাস্তবায়ন করবে।এ মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে নতুন কমিটি গঠন করার পর ২০২১-২২ সালের ভর্তি পরীক্ষার আয়োজন এবং এ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রথম সপ্তাহে বসবে নতুন কমিটি।বিশ্ববিদ্যালয় তিনটি হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

The admission syllabus of the three engineering universities will be final in their respective universities. The combined admission syllabus for the first year of graduation 2021-22 of the three engineering universities will be finalized in the academic counsels of the respective universities. This decision will be implemented by the Integrated Admissions Committee. At the meeting of the Committee, The Education Minister Dr. A decision will be taken keeping in view the request of Deepu Moni. The admission process of these three engineering universities for the year 2020-21 is almost at the end. Classes for students this year will begin on March 3. On the same day, the admission committee will formally complete all the activities of 2020-21. After that, a new committee will be formed for the year 2021-22.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group