বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

সাত কলেজে মাইগ্রেশন শুরু

সাত কলেজে মাইগ্রেশন শুরু।মেধা তালিকা অনুযায়ী বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের বিষয়/কলেজের শুন্য আসনে স্থানান্তরের পর অবশিষ্ট শুন্য আসনে মেধাতালিকা অনুযায়ী নতুন শিক্ষার্থীদের মনোনয়ন দেয়া হবে। আজ ৩ মার্চ হতে ৬ মার্চ তারিখের মধ্যে মাইগ্রেশনে আগ্রহী শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন এর জন্য অনলাইনে আবেদন করার জন্য বলা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতটি কলেজে অল্প সংখ্যক আসন শুন্য থাকায় বিভিন্ন কলেজে ভর্তি হওয়া মাইগ্রেশনে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে একটি বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে তা পূরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

The migration began in seven colleges. According to the merit list, after the transfer of interested students to the vacant seats of the subject/college through special migration, new students will be nominated according to the merit list in the remaining vacant seats. Students interested in migration have been asked to apply online for special migration between March 3 and March 6. The Convener of the Online Admission Committee of The University of Dhaka, Prof. Dr. Md. Mostafizur Rahman. Since a small number of seats are vacant in the seven government colleges affiliated with Dhaka University, it has been decided to fill them through a special migration among the students interested in migration admitted in different colleges.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group