বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের ভর্তি ২ মার্চ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের ভর্তি ২ মার্চ। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালে মাইগ্রেশন হওয়া শিক্ষার্থীদের আগামী ২ মার্চ ভর্তি হওয়া নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।অনুষদ ভিত্তিতে ভর্তি ফি- কৃষি অনুষদভুক্ত বি.এসসি. এজি (অনার্স) প্রোগ্রামে ১৭৩৫০ টাকা, এগ্রিবিজনেস ম্যানেজমেন্টভুক্ত বিবিএ (এগ্রিবিজনেস) প্রোগ্রামে ১৯৫৫০ টাকা, বি.এসসি. এগ্রিকালচারাল ইকোনমিক্স (অনার্স) প্রোগ্রামে ১৭৫৫০ টাকা, অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদভুক্ত বি.এসসি. ভেট. সায়েন্স অ্যান্ড এ.এইচ প্রোগ্রামে ২৩৮০০ টাকা, ফিশারিজ একোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদভুক্ত বি. এসসি. ফিশারিজ (অনার্স) প্রোগ্রামে ১৭০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আবাসিক হলের জন্য ফি ২৭৫০ টাকা ও অনাবাসিকের জন্য ১২৫০ টাকা দিতে হবে।আগামী ৬ মার্চ নবাগত শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ও ৭ মার্চ সশরীরে ক্লাস শুরু হবে।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেটেড শিক্ষার্থীদের আগামী ২ মার্চ সকাল ১০ থেকে বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে। এসময় আগের দেওয়া ফির রশিদ নিয়ে আসতে হবে।

The admission of migration to ShereBangla Agricultural University is on March 2. Students who migrated to Sher-e-Bangla Agricultural University in 2021 have been directed to be admitted on March 2. This information was given in a special notice of the university on Wednesday (February 23). Admission fee on faculty basis- B.Sc. belonging to faculty of agriculture. Tk. 17350 in AG (Hons) Program, Tk. 19550 in Agribusiness Management BBA (Agribusiness) Program, B.Sc. Rs.17550 in agricultural economics (honors) program, B.Sc. belonging to the Faculty of Animal Science and Veterinary Medicine. Vet. Rs 23800 in Science and AH program, Faculty of Fisheries Aquaculture and Marine Science B. SC. Rs 17050 has been fixed in the Fisheries (Honours) program.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group