বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বহাল থাকছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বহাল থাকছে।সেকেন্ড টাইম ছাড়াও ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে ও শিক্ষা পর্ষদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মোতাহার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির প্রেক্ষিতে বিষয়টি একাডেমিক কাউন্সিলের এজেন্ডাভুক্ত করা হয়। আজ আলোচনায় বেশিরভাগ সদস্যই দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ রাখার পক্ষে মতামত দেন। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সালে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ (সেকেন্ড টাইম) বহাল থাকছে। ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শিক্ষা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে অংশ নিয়েছেন এমন একাধিক শিক্ষক বিষয়টি নিশ্চিত করেছেন।

The second admission test of Jahangirnagar University continues. Apart from the second time, the admission test procedure was also discussed in the education board meeting. Motahar Hossain, general secretary of the Jabi Teachers’ Association and professor of the Institute of Business Administration, said the matter was put on the agenda of the Academic Council in the wake of the University Grants Commission’s letter. In today’s discussion, most of the members voted in favor of having the opportunity to take the exam a second time. That’s why this decision was made. Jahangirnagar University continues to have the opportunity to appear for the second time (second time) in the honor first-year admission test in 2021-22. The decision was taken at a meeting of the Board of Education on February 24 (Thursday). This was confirmed by several teachers who attended the meeting.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group