বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ মে

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ১৮ মে অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ২১ মার্চ। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। প্রযুক্তি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে ভর্তি আবেদন শেষে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৮ মে অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষা চলবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

২৩ ফেব্রুয়ারি থেকে শাবিপ্রবিতে ৬ষ্ঠ ধাপে ভর্তি।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ৬ষ্ঠ ধাপের ভর্তি প্রক্রিয়ার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুই ইউনিটের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য admission.sust.edu.bd ওয়েবসাইটে জানা যাবে।

এদিকে ভর্তি পরীক্ষার সাড়ে তিন মাস পার হলেও এখানো ভর্তি কার্যক্রম শেষ করতে না পারায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। নির্ধারিত সময়ে ভর্তি শেষ করতে না পারাকে তারা গুচ্ছের সমন্বয়হীনতাকে দায়ী করেছেন। ভর্তি অফিস জানায়, বারবার মেধাতালিকা প্রকাশের পরও পর্যাপ্ত শিক্ষার্থী না পাওয়ায় ভর্তি শেষ করতে দেরি হচ্ছে। এছাড়া ভিসি বিরোধী আন্দোলনেও স্বাভাবিকভাবে ভর্তির কাজ চলমান ছিলো না। ভর্তির কাজ শেষ হওয়ার পরপরই ক্লাস শুরু হবে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ-১’ ইউনিটে ৬১৫৬-৬৬৫৫ পর্যন্ত র‌্যাংকিংয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।অপরদিকে দুপুর ১টায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে ১৬২১-১৭২০ পর্যন্ত, বাণিজ্য বিভাগের ৪৬৪-৯৬৩ পর্যন্ত ও মানবিক বিভাগের ১৪৭৫-১৭২৪ পর্যন্ত র‌্যাংকিংয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

Admission to the 6th step in Shabiprabi from 23rd February. The admission process for the 6th step in the first year of graduation of Shahjalal University of Science and Technology (Shabiprabi) has been scheduled. The admission process of the two units will be held on Wednesday (February 23). This information was given on the admission website of the university on Friday (February 18).

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group