বিশ্ববিদ্যালয় ভর্তিশিক্ষা নিউজ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির ৫ম মেধা তালিকা প্রকাশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির ৫ম মেধা তালিকা প্রকাশ।পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২০-২১ সালে ১ম বর্ষের ১ম সেমিস্টারে ভর্তির ৫ম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ১ম বর্ষের ১ম সেমিস্টারে ভর্তির ৫ম মেধাতালিকা প্রকাশ করা হয়।পাবিপ্রবির ১ম বর্ষ ১ম সেমিস্টারের প্রথম চার ধাপে ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট হতে দেখা যায়

৯২০ আসনের বিপরীতে এখন পর্যন্ত ভর্তি হয়েছে ৪৪৫ জন শিক্ষার্থী। যার মধ্যে এ ইউনিটে ৬৬০ সিটের বিপরীতে ভর্তি হয়েছে ২৮৮ জন, বি ইউনিটে ১৫০ সিটের বিপরীতে ভর্তি হয়েছে ৭৫ জন এবং সি ইউনিটে ১১০ সিটের বিপরীতে ভর্তি হয়েছে ৪২ জন শিক্ষার্থী। সব মিলিয়ে ৯২০ আসনের মধ্যে এখন পর্যন্ত ৪৭৫ আসন খালি আছে। যার মধ্যে এ ইউনিটে সিট ফাঁকা আছে ৩৩২টি, বি ইউনিটে ৭৫টি এবং সি ইউনিটে ৬৮টি সিট ফাঁকা আছে।

৫ম মেধা তালিকা প্রকাশের পর দেখা গেছে এ ইউনিটে ৪২০৪ মেরিট লিস্ট পর্যন্ত, বি ইউনিট ১০৩১ মেরিট লিস্ট পর্যন্ত এবং সি ইউনিটে ৭২৯ পর্যন্ত মেরিট লিস্ট পর্যন্ত যেসকল শিক্ষার্থীরা আছে তারা সাবজেক্ট পেয়েছে।৫ম মেধাতালিকায় এবং কোটার ৪র্থ মেধাতালিকায় চূড়ান্তভাবে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ২০,২২ এবং ২৩ ফেব্রুয়ারীর (রবিবার, মঙ্গলবার ও বুধবার) সকাল ১০.০০টা থেকে বিকেল ৫.০০টার মধ্যে অনলাইনে নির্ধারিত ফি এবং স্ব স্ব হল,অনুষদ ও বিভাগে নির্ধারিত ফিসমূহ জমাদানের মাধ্যমে ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য বলা হয়েছে।

The 5th merit list for admission to Pabna University of Science and Technology has been published. The 5th merit list of Pabna University of Science and Technology (PABPROBI) has been published for admission to the 1st semester of the 1st year in 2020-21. On Wednesday, the 5th merit list for admission to the 1st semester of the 1st year was published on the university’s website. After the admission in the first four stages of the first four-year 1st semester of Pabiprabi, the university’s admission website can be seen from the university’s admission website.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group