বিশ্ববিদ্যালয় ভর্তিশিক্ষা খবর

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসেই নেওয়া হবে

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসেই নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পুরো সিলেবাসেই নেওয়া হবে। ইতোমধ্যে মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজগুলোয় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পুরো সিলেবাসে ভর্তি পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোনো সিলেবাস নেই। জিএসটি গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিসংক্রান্ত (২০২০-২১ সালে টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, বিশ্ববিদ্যালয়গুলোয় নির্ধারিত আসনের তুলনায় ভর্তি পরীক্ষায় অনেক বেশি শিক্ষার্থী অংশ নেয়। এ পরীক্ষা অনেকটা নির্ধারিত আসনের বেশি ছাত্র-ছাত্রীদের বাদ দেওয়ার প্রক্রিয়া। তাই এইচএসসি ও সমমানে ভর্তিচ্ছুরা কোন সিলেবাস পড়েছে তা বিবেচ্য হওয়া উচিত নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের মতো করেই পরীক্ষার আয়োজন করবেন। জিএসটি গুচ্ছভুক্ত পরীক্ষা কমিটির বৈঠকে পুরো সিলেবাসে পরীক্ষার পক্ষে তিনি মত দেবেন বলেও জানান।

গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিসংক্রান্ত (২০২০-২১ সালে টেকনিক্যাল কমিটির আহ্বায়ক বলছেন, এইচএসসি ও সমমানে ভর্তিচ্ছুরা কোন সিলেবাস পড়েছে তা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিবেচ্য হওয়া উচিত নয়।যদিও শিক্ষামন্ত্রী দীপু মনি বারবার বলছেন সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষাও নেয়ার।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত কোনো সিলেবাস নেই। ছাত্র-ছাত্রীরা যে শিক্ষাক্রম অনুসরণ করেছে তার ভিত্তিতেই সাধারণত পরীক্ষা হয়। কোন ভিত্তিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে তা অনুষদ ডিনেরা নির্ধারণ করবেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পুরো সিলেবাসেই পরীক্ষা নেয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, বিএমডিসিসহ ভর্তি পরীক্ষাসংক্রান্ত স্টেকহোল্ডারদের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, পুনর্বিন্যস্ত সিলেবাসে পরীক্ষার বিষয়ে বৈঠকে আলোচনা উঠলে আগের মতো পুরো সিলেবাসে পরীক্ষা নেয়ার ব্যাপারে মত পোষণ করেন তারা।

পুরো সিলেবাসেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়া উচিত। কারণ অল্প সিলেবাসে পরীক্ষা নিতে গেলে প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রেও অনেক বিপত্তির সম্মুখীন হতে হবে কর্তৃপক্ষকে। এতে মেধাবীদের বাদ পড়ার শঙ্কা থাকে। উচ্চমাধ্যমিকের পুরো সিলেবাস আয়ত্ত না করলে বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনেক বিষয় ছাত্র-ছাত্রীরা বুঝতে পারবে না। ভর্তি পরীক্ষা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো না নিলেও পুরো সিলেবাসে পরীক্ষা নেওয়ার পক্ষেই মত দিয়েছেন অধিকাংশরা।

University admission tests will be taken in the full syllabus. University admission tests will be taken in the full syllabus. In the meantime, it has been decided in principle to take an admission test in the entire syllabus in case of admission of students in medical colleges and dental colleges. The Vice-Chancellor of Dhaka University says that there is no syllabus for admission tests in the university. Admission to GST cluster public universities (convener of a technical committee in 2020-21 and

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group