বিশ্ববিদ্যালয় ভর্তিশিক্ষা নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পূরণ হয়নি অর্ধেক আসন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পূরণ হয়নি অর্ধেক আসন।ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ সালে স্নাতক প্রথম বর্ষের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মেধাতালিকার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিন মেধাতালিকা মিলিয়ে ২০৯৫ আসনের মধ্যে ভর্তি হয়েছে ৮২৫ জন শিক্ষার্থী। যা মোট আসনের ৪০ শতাংশ। ফলে এখনো ফাঁকা রয়েছে অর্ধেকের বেশি আসন। এ বিষয়ে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, পুরো ডাটা নিয়ে কাজ চলছে। কয়েকদিনের মধ্যে ওয়েবসাইটে নতুন করে মেধাতালিকা প্রকাশিত হবে।

বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন, ভর্তি ও এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।পরবর্তী মেধা তালিকার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসানুল আম্বিয়া বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা তৃতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছি। ফাঁকা থাকা আসনগুলোতে কিভাবে শিক্ষার্থী ভর্তি করানো যায় সে বিষয়ে শীঘ্রই প্রশাসন থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে।

এখন পর্যন্ত তিন মেধাতালিকা মিলিয়ে ২০৯৫ আসনের বিপরীতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে ৮২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথম মেধাতালিকা থেকে ৩৫০ জন, দ্বিতীয় মেধাতালিকা থেকে ২৭০ জন এবং তৃতীয় মেধাতালিকা থেকে ভর্তি হয়েছে ২০৫ জন শিক্ষর্থী। ফলে এখন পর্যন্ত বিজ্ঞান অনুষদভূক্ত ‘ এ ’ ইউনিটে ২৭৬ টি , কলা , সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘ বি ’ ইউনিটে ৭৪৬ টি এবং বাণিজ্য অনুষদভূক্ত ‘ সি ’ ইউনিটে ২৫০ টি আসন শূন্য রয়েছে।

Half of the seats in the Islamic University have not been filled. The admission process for the first, second, and third merit lists of the first, second and third year of graduation in 2020-21 has been completed at the Islamic University (EB). Out of the 2095 seats in the three merit lists, 825 students have been admitted. That’s 40% of the total seats. As a result, more than half of the seats are still vacant. In this regard, Pro-VC Prof. Dr. Mahbubur Rahman said that the entire data is being worked on. A new merit list will be published on the website in a few days.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group