বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি তথ্য

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া হয়ে চলবে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

আগ্রহী ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটের (mbstu-admission.net) মাধ্যমে আবেদন করতে পারবেন।

ভর্তি বিজ্ঞপ্তি
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ
স্নাতক (ইঞ্জিনিয়ারিং/অনার্স), বিবিএ ও বিফার্ম প্রফেশনাল প্রোগ্রাম
ভর্তির আবেদনের জন্যঃ mbstu-admission.org

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন:
ভর্তি পরীক্ষা MCQ (Multiple Choice Questions) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ২০০ নম্বরের মধ্যে মেধাক্রম নির্ধারণ করা হবে। তন্মধ্যে ১০০ নম্বরের MCQ (১০০ টি প্রশ্ন থাকবে) পদ্ধতিতে পরীক্ষা হবে এবং অবশিষ্ট ১০০ নম্বরের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে ৪০% (চতুর্থ বিষয়সহ) ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে ৬০% (চতুর্থ বিষয়সহ) গণনা করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ (শূন্য দশমিক দুই পাঁচ) নম্বর মোট প্রাপ্ত নম্বর থেকে কর্তন করা হবে। উল্লেখ্য, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক পর্যায়ের সর্বশেষ পাঠ্যসূচি অনুযায়ী হবে।

A ইউনিটে ইংরেজিতে ন্যূনতম ০৩ নম্বর (৩০%) এবং পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে ন্যূনতম ১৪ নম্বর (৪০%), B ইউনিটে ইংরেজিতে ন্যূনতম ০৩ নম্বর (৩০%) এবং রসায়ন ও জীববিজ্ঞানে পৃথকভাবে ন্যূনতম ১৪ নম্বর (৪০%), C ইউনিটে প্রত্যেক বিষয়ে ন্যূনতম ৩০% নম্বরসহ সর্বমোট ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে এবং D ইউনিটে ইংরেজিতে ন্যূনতম ১৬ নম্বর (৪০%) অবশ্যই পেতে হবে। সকল ইউনিটে লিখিত পরীক্ষার পাস নম্বর ন্যূনতম ৪০। কোটায় আবেদনকারীদের ক্ষেত্রেও লিখিত পরীক্ষায় পাস নম্বর ন্যূনতম ৪০।

একাধিক ইউনিটে আবেদন করে থাকলে প্রত্যেক ইউনিটের জন্য আলাদা Admit Card সংগ্রহ করতে হবে।

Admit Card সংগ্রহঃ সর্বশেষ সময় ০৭ নভেম্বর ২০১৯ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত

ভর্তি রেজিস্ট্রেশন সংক্রান্ত অনুসন্ধান : (সকাল ০৯:০০ টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত)
১। বিল নম্বর ও ট্রানজেকশন আইডি সংক্রান্ত ০১৩১৬-০৮৯০৫১
২। ছবি, স্বাক্ষর, প্রবেশপত্র ও সিটপ্ল্যান সংক্রান্ত ০১৩১৬-০৮৯০৫২
৩। User ID & Password সংক্রান্ত ০১৩১৬-০৮৯০৫৩
৪। অন্যান্য ০১৩১৬-০৮৯০৫৪
৫। ই-মেইল support@mbstu.ac.bd
৬।ওয়েবসাইট (অনলাইন) mbstu-admission.org

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group